আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল (aada bata diye rui macher jhol recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#GA4
#Week18
বয়স্ক মানুষদের অনেক সময় কম তেল মসলা আর রান্না খেতে হয়।এইভাবে মাছের ঝোল বানালে মসলা লাগবে না এবং খেতেও সুস্বাদু হবে।

আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল (aada bata diye rui macher jhol recipe in Bengali)

#GA4
#Week18
বয়স্ক মানুষদের অনেক সময় কম তেল মসলা আর রান্না খেতে হয়।এইভাবে মাছের ঝোল বানালে মসলা লাগবে না এবং খেতেও সুস্বাদু হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩/৪জন
  1. ৪ টুকরো রুই মাছ
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ১ চা চামচ কালো জিরে
  4. ৪-৫ টা কাঁচালঙ্কা চেরা
  5. ১ টি টমেটো কুচি
  6. ১ টি বড় আলু
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদমতোলবণ
  9. ২ কাপ গরম জল
  10. ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  11. ২ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    আলু টুকরো করে কেটে নিতে হবে।

  3. 3

    এবার খুব অল্প পরিমাণ তেল নিয়ে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোঁড়ন দিতে হবে।

  4. 4

    এবারের মধ্যে টুকরো করা আলু গুলো দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ।

  5. 5

    আলু হালকা ভাজা হয়ে গেলে টমেটো আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।

  6. 6

    এবার স্বাদমতো লবণ, হলুদ ও অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে অল্প জল দিতে হবে।।

  7. 7

    মসলা কষানো হয়ে গেছে।

  8. 8

    এবার এর মধ্যে ২ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।

  9. 9

    আলু সিদ্ধ হয়ে গেলে মাছ গুলো দিয়ে আর একবার ফুঁটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  10. 10

    এবার গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আদাবাটা দিয়ে পাতলা মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Top Search in

Similar Recipes

More Recipes