ডিম সবজির কোফতা কারি (dim sabjir kofta curry recipe in Bengali)

Tutul Sar
Tutul Sar @cook_27647130
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

25মিনিট
  1. 2 টিসেদ্ধ করা আলু
  2. 2 টিসেদ্ধ করা ডিম
  3. 1/2 কাপক্যাপ্সিকাম কুচি
  4. 1 টিটমেটো কুচি করা
  5. 3 টিপেঁয়াজ কুচি করা
  6. 1 কাপবাঁধাকপি নুন মাখিয়ে জল বের করে নেওয়া
  7. 2 চা চামচরসুন কুচি
  8. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  9. 1/2 কাপধনেপাতা কুচি
  10. 1 চা চামচগোলমরিচ গুড়ো
  11. 1 কাপবেসন
  12. 2 চা চামচচালের গুড়ো
  13. স্বাদ মতোনুন
  14. স্বাদ মতঅল্প চিনি
  15. পরিমাণ মতোসর্ষের তেল
  16. 1 চা চামচপাতিলেবুর রস
  17. 1 চা চামচআদা বাটা
  18. 1 চা চামচহলুদ গুঁড়ো
  19. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  20. 1/2 চা চামচপাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    একটি বাটিতে আলু ডিম 1চামচ রসুন কুচি 1চামচ পেঁয়াজ কুচি নুন চিনি সব সবজি পাতিলেবুর রস গোলমরিচ ও কাঁচা লঙ্কা ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    এবার মাখা থেকে কোফতা গড়ে নিয়ে কড়াইতে তেল গরম করে সবগুলো ভেজে তুলে নিতে হবে ।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে তাতে রসুন কুচি ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে তাতে হলুদ গুড়ো লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে কষতে হবে।

  4. 4

    এবার অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে কোফতার ওপর ঢেলে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Tutul Sar
Tutul Sar @cook_27647130

Similar Recipes