বেবি কর্ন চিলি (Baby corn chilli in Bengali Recipe)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#GA4 #week20
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি বেবি কর্ন শব্দ টি বেছে নিয়ে বেবি কর্ন চিলি তৈরি করেছি।

বেবি কর্ন চিলি (Baby corn chilli in Bengali Recipe)

#GA4 #week20
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি বেবি কর্ন শব্দ টি বেছে নিয়ে বেবি কর্ন চিলি তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. 500 গ্রামবেবি কর্ন
  2. 2 টিপেঁয়াজ বড়ো করে কাটা
  3. 2টেবিল চামচ আদা রসুন পেস্ট
  4. 1 কাপক্যাপ্সিকাম বড়ো করে কাটা
  5. 1টেবিল চামচ কাশ্মিরী লঙ্কাগুঁড়ো
  6. 1টেবিল চামচ সোয়া সস
  7. 3টেবিল চামচ টমেটো ও চিলি সস
  8. পরিমান মতো কোনফ্লাওয়ার
  9. 2টেবিল চামচ ধনেপাতা
  10. নুন স্বাদ অনুযায়ী
  11. 3টেবিল চামচ তেল
  12. 2টেবিল চামচ কাঁচালঙ্কা কুঁচি
  13. 1 চা চামচচিনি
  14. 2টেবিল চামচ আদা রসুন কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমেই বেবি কর্ন নিয়ে কাটতে হবে এবার বেবি কর্ন ধুয়ে নিয়ে তাতে নুন,কোনফ্লাওয়ার, সোয়া সস,আদা রসুন পেস্ট মাখিয়ে রাখতে হবে1ঘন্টা।

  2. 2

    এবার ক্যাপ্সিকাম,পেঁয়াজ,আদা,রসুনকেটে নিতে হবে।এবার বেবি কর্ন তেলে ভেজে নিতে হবে। ওই তেলেই আদা,রসুন,পেঁয়াজ ক্যাপ্সিকাম দিয়ে ভাজতে হবে

  3. 3

    ভাজা হলে বেবি কর্ন দিয়ে আদা,রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ কোষে নিয়ে কাশ্মিরী লঙ্কাগুঁড়ো, টমেটো সস,সোয়া সস,চিলি সস,চিনি,সমস্ত মিশিয়ে বেবি কর্ন এর মধ্যে দিতে হবে।

  4. 4

    এবার আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে কোষে নিয়ে কোনফ্লাওয়ার গুলে দিতে হবে।এবার ধনেপাতা দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তাহলেই তৈরি বেবি কর্ন চিলি।এবার গরম গরম চাউমিন বা পরোটার সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes