মুগের ভাজা পুলি(muger vaja puli recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#১লাফেব্রুয়ারি
আমি এখানে থিম পিঠে পুলি বেছে নিয়েছি। আমি আজ মুগ ডালের ভাজা পুলি করেছি।খেতে খুব সুন্দর হয়।

মুগের ভাজা পুলি(muger vaja puli recipe in bengali)

#১লাফেব্রুয়ারি
আমি এখানে থিম পিঠে পুলি বেছে নিয়েছি। আমি আজ মুগ ডালের ভাজা পুলি করেছি।খেতে খুব সুন্দর হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১০ জন
  1. ১/২ কাপ মুগ ডাল
  2. ১ কাপ চালের গুঁড়ো
  3. ১/৪ চা চামচ আদা বাটা
  4. স্বাদ মতনুন
  5. স্বাদ মতচিনি
  6. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ কাপ নারকেল আর গুড়ের পুর
  8. ২ কাপ সরষের তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মুগ ডাল টা শুকনো খোলায় কড়ায়ে একটু ভেজে নিয়ে প্রেসার কুকারে ওই সমস্ত শুকনো মশলা দিয়ে তাতে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    এবার ডাল টা সেদ্ধ হয়ে গেলে সেটা ঠান্ডা হওয়ার পর আবার কড়ায়ে ডাল টা ঢেলে দিয়েছি।

  3. 3

    ডাল টা দেওয়ার পর অল্প অল্প করে চালের গুঁড়ো টা মিশিয়ে নিয়েছি।

  4. 4

    ওই মিশ্রণ টা নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি।

  5. 5

    এবার ওই মিশ্রণ টা থেকে লেচি কেটে নিয়েছি।

  6. 6

    ওই লেচি গুলো থেকে একটা একটা করে নিয়ে ডো তৈরি করে তার মধ্যে নারকেলের পুর ভোরে পুলি গুলো তৈরি করে নিয়েছি।

  7. 7

    এবার কড়ায়ে তেল দিয়ে গরম হতেই ওই পুলি গুলো দিয়ে হাল্কা আঁচে ভেজে নিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেল মুগের ভাজা পুলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes