কড়াইশুঁটির কচুরি(Koraisutir Kochuri Recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

#১লাফেব্রুয়ারি
#কড়াইশুঁটিরকচুরি

কড়াইশুঁটির কচুরি(Koraisutir Kochuri Recipe In Bengali)

#১লাফেব্রুয়ারি
#কড়াইশুঁটিরকচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ময়দার ডো এর জন্য
  2. ২ কাপ ময়দা
  3. ২ চা চামচ সরষের তেল
  4. ১ চিমটে নুন
  5. পরিমাণমত জল
  6. পুরের জন্য
  7. ৫০০ গ্রাম কড়াইশুঁটি
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ২ চা চামচ ভাজা মশলা
  10. ১/৪ চা চামচ নুন
  11. ১ চা চামচ চিনি
  12. ২ চা চামচ তেল
  13. পরিমাণ মতকচুরি ভাজার জন্য সাদা তেল
  14. ভাজা মশলার জন্য
  15. ২ চা চামচ গোটা ধনে
  16. ২ চা চামচ গোটা জিরে
  17. ২ টি শুকনো লঙ্কা
  18. ২ টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা মেখে ভেজা কাপর দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    ভাজা মশলার জন্য সব উপকরণ একসাথে ভেজে গুঁড়িয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইশুঁটি ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  4. 4

    পুরের জন্য কড়াইতে দিয়ে গরম হলে আদা বাটা দিয়ে একটু কসতে হবে।

  5. 5

    আদা কসা হলে কড়াইশুঁটির পেস্ট দিয়ে সমানে নাড়তে হবে যতক্ষণনা শুকনো হয়ে আসছে।

  6. 6

    এরপর ওর মধ্যে নুন চিনি ভাজা মশলা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করলেই পুর তৈরী।

  7. 7

    এরপর ময়দার ডো থেকে লেচি কেটে পুর ভরে লুচির মতো বেলে ডুবো তেলে ডাজলেই তৈরী কড়াইশুঁটির কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes