গোকুল পিঠে (gokul pithe recipe in Bengali)

Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

#১লাফেব্রুয়ারি
পিঠেপুলি
বাঙালির ঐতিহ্য ও চিরন্তন ভালোবাসা পিঠে পুলি। নানারকম পিঠে পুলির মধ্যে গোকুল পিঠে অন্যতম সুস্বাদু একটি পিঠে।

গোকুল পিঠে (gokul pithe recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
পিঠেপুলি
বাঙালির ঐতিহ্য ও চিরন্তন ভালোবাসা পিঠে পুলি। নানারকম পিঠে পুলির মধ্যে গোকুল পিঠে অন্যতম সুস্বাদু একটি পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫৫ মিনিট
৪ জন
  1. ১/২ মালা নারকেল কোরা
  2. ১০০ গ্রাম খেজুর গুড়ের পাটালি
  3. ৫০ গ্রাম খোয়া ক্ষীর
  4. ১ কাপ চিনি
  5. ১/২ কাপ ময়দা
  6. ১/৪ কাপ চালের গুঁড়ো
  7. ১/৪ কাপ দুধ
  8. ২ কাপ জল
  9. ১ কাপ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৫৫ মিনিট
  1. 1

    প্যানে জল দিয়ে আঁচে বসান। জল ফুটে উঠলে চিনি ও অর্ধেকটা খেজুর গুড়ের পাটালি দিন।

  2. 2

    ৫ মিনিট ফুটিয়ে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

  3. 3

    নারকেল কোরার সাথে বাকি অর্ধেকটা খেজুর গুড়ের পাটালি মিশিয়ে ভালো করে পাক দিয়ে নিন।

  4. 4

    গুড় গলে গেলে নাড়াচাড়া করে খোয়া ক্ষীর মিশিয়ে নিন। বেশ ভালোমতো পাক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

  5. 5

    এবার ময়দা ও চালের গুঁড়ো এক সাথে নিয়ে তাতে অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। ব্যাটার খুব পাতলা বা ঘন হবে না।

  6. 6

    নারকেলের পুর থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে পাকিয়ে তারপর হাতের তালু দিয়ে চেপে হালকা চ্যাপ্টা করে গড়ে নিয়ে ব্যাটারে ডুবিয়ে ঘি গরম করে মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ ভেজে নিন।

  7. 7

    ভাজা পিঠে গুলি বানিয়ে রাখা জল-চিনি-গুড়ের মিশ্রনে দিন।

  8. 8

    মিশ্রনে ১০-১৫ মিনিট রেখে তারপর পরিবেশন করুন সুস্বাদু গোকুল পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

Similar Recipes