মোচার চাল ঘন্ট (mochar chal ghonto recipe in bengali)

Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

#ফেব্রুয়ারি৩
#মোচারঘন্ট
ফেব্রুয়ারি৩ এর নিরামিষ পদগুলোর মধ্যে আমি মোচার ঘন্ট বেছে নিয়েছি , তবে চিরাচরিত রেসিপি না করে একটু অন্য ধরনের করেছি ।

মোচার চাল ঘন্ট (mochar chal ghonto recipe in bengali)

#ফেব্রুয়ারি৩
#মোচারঘন্ট
ফেব্রুয়ারি৩ এর নিরামিষ পদগুলোর মধ্যে আমি মোচার ঘন্ট বেছে নিয়েছি , তবে চিরাচরিত রেসিপি না করে একটু অন্য ধরনের করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৬ জন
  1. ১ টা ছোট মোচা
  2. ১ টা আলু
  3. ২ টেবিল চামচ গোবিন্দভোগ চাল
  4. ২ টেবিল চামচ নারকেল কোরা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ কাঁচা লংকা বাটা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ চিনি
  9. ৩/৪ চা চামচ নুন
  10. ১ চা চামচ ঘি
  11. ২ টেবিল চামচ সরষের তেল
  12. ১ চা চামচ জিরা গুঁড়ো
  13. ১ চা চামচ ধনেগুঁড়ো
  14. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  15. ১ চা চামচ ঘরে তৈরি গরম মশলা
  16. ফোরনের জন্য
  17. ২ টি তেজপাতা
  18. ১ টি শুকনো লঙ্কা
  19. ১ চা চামচ আস্ত জিরা
  20. ১/২ কাপ জল চাল ও সবজি সেদ্ধ হওয়ার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    মোচা পরিস্কার করে অল্প নুন ও ১/৪ চা চামচ হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে, গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে জল ঝড়িয়ে রাখতে হবে, নারকেল কুরে নিতে হবে । আলু হালকা ভাপিয়ে নিতে হবে ।

  2. 2

    কড়াইতে সরষের তেল দিয়ে চাল ভেজে তুলে নিতে হবে, ঔ তেলেই ঘি দিয়ে ফোরনের সব উপকরণ দিয়ে সুন্দর গন্ধ বেরোলে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষতে হবে, কষা হলে সেদ্ধ আলু দিয়ে কষতে হবে, একে একে গুঁড়ো মশলা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষে নিতে হবে

  3. 3

    মশলা কষা হলে ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল ছিটিয়ে আরও কিছুটা কষে নিতে হবে

  4. 4

    এবার ভাপানো মোচা দিয়ে ভাল করে কষতে হবে, যত ভাল কষা হবে ততই তরকারির স্বাদ ভাল হবে । ১/২ কাপ মত জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে যাতে চাল ও সবজি সুসিদ্ধ হয় । সব সেদ্ধ হয়ে গেলে নারকেল কোরা, গরমমশলা ও চিনি দিয়ে নামিয়ে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

মন্তব্যগুলি

Similar Recipes