চিংড়ি মালাইকারি (chingri malai curry recipe in Bengali)

Anindita Bhattacharjee
Anindita Bhattacharjee @cook_29417562

#foodism2020
চিংড়ি মাছ ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি তারপর টমেটো ভেজে নিতে হবে।তারপর আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে ধনে ও জিরে গুরো দিয়ে কষিয়ে চাল মগজ বাটা আর পোসত বাটা দিয়ে কষিয়ে নিয়ে কুড়িয়ে রাখা নারকেল এর দুধ দিয়ে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,ঝাল লঙ্কার গুঁড়ো,নুন, চিনি দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে এক কাপ জল আর গোটা লঙ্কা দিয়ে ফুটতে দিতে হবে এর পর ভাজা চিংড়ি গুলি দিয়ে কম আচে পাঁচ দশ মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।

চিংড়ি মালাইকারি (chingri malai curry recipe in Bengali)

#foodism2020
চিংড়ি মাছ ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি তারপর টমেটো ভেজে নিতে হবে।তারপর আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে ধনে ও জিরে গুরো দিয়ে কষিয়ে চাল মগজ বাটা আর পোসত বাটা দিয়ে কষিয়ে নিয়ে কুড়িয়ে রাখা নারকেল এর দুধ দিয়ে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,ঝাল লঙ্কার গুঁড়ো,নুন, চিনি দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে এক কাপ জল আর গোটা লঙ্কা দিয়ে ফুটতে দিতে হবে এর পর ভাজা চিংড়ি গুলি দিয়ে কম আচে পাঁচ দশ মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 থেকে 45 মিনিট
ছয় জনের
  1. 2 টো বড় পেঁয়াজ
  2. 1 টেবিল চামচআদা রসুন বাটা ,
  3. 1 কাপ নারকেলের দুধ
  4. 1/2 কাপচারমগজ ও পোস্ত বাটা
  5. 1 টেবিল চামচধনে ও জিরে গুঁড়ো
  6. স্বাদ মতকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  7. স্বাদ মতনুন চিনি
  8. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

40 থেকে 45 মিনিট
  1. 1

    প্রথম এ চিংড়ি মাছ ভেজে নিতে হবে সর্ষের তেলে

  2. 2

    মাছ ভাজা পর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও টমেটো ভেজে নিতে হবে এর পর আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।

  3. 3

    সব মশলা কষানো হয়ে গেলে চাল মগজ বাটা আর পোসতো বাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে।এর পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো পরিমান মতো নুন চিনি দিয়ে কষিয়ে নিয়ে এর নারকেল এর দুধ দিয়ে কিছু সময়ের জন্য গোটা লঙ্কা দিয়ে ফুটতে দিতে হবে।

  4. 4

    সবশেষে ভাজা মাছ নারকেল এর দুধ এ কিছু সময়ের ফুটতে দিতে হবে দশ মিনিট তার পর গ্যাস বন্ধ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anindita Bhattacharjee
Anindita Bhattacharjee @cook_29417562

Similar Recipes