নিরামিষ আলুর দম(Niramis aloor dum recipe in Bengali)

Nibedita Banerjee Chatterjee
Nibedita Banerjee Chatterjee @cook_19335026

নিরামিষ আলুর দম(Niramis aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২জন
  1. ২৫০গ্রাম আলু
  2. ১টেবিল চামচ টক দই
  3. ১চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. প্রয়োজন অনুসারেসরষের তেল
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ১টি তেজপাতা
  11. স্বাদ মতোচিনি
  12. ১/২ ইঞ্চি দারুচিনি
  13. ২টি এলাচ
  14. ২টি কাঁচালঙ্কা
  15. প্রয়োজন মতোজল
  16. ১/২ চা চামচ জিন্জার পাওডার
  17. ১টি টম্যাটো
  18. ১ চা চামচ ধনেপাতা কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আল গুলো ভালো করে ধুঁয়ে খোসা সমেত সেদ্ধ করতে দিতে হবে. সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ছাল ছুলে মাঝে মাঝে ১ টি করে কাট লাগিয়ে কেটে নিতে হবে.অন্যদিকে টম্যাটোটা টুকরো করে নিতে হবে, দইটা ফেটিয়ে রাখতে হবে.

  2. 2

    এরপর সব আলুর গায়ে ফুটো ফুটো করে নুন,হলুদ মাখিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে ভাজার জন্য. হালকা লাল হয়ে এলে উঠিয়ে নিতে হবে.

  3. 3

    তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে তাতে গোটা গরম মসলা গুলো দিয়ে একটু নেড়ে তাতে কেটে রাখা টম্যাটোগুলো দিয়ে দিতে হবে. তাতে একটু নুন ছড়িয়ে দিতে হবে নরম হবার জন্য.

  4. 4

    তারপর তাতে গুঁড়ো মসলা গুলো,চিনি,সবকিছুএক এক করে মিশিয়ে নাড়তে হবে. এবার ফেটিয়ে রাখা দইটা মিশিয়ে দিতে হবে. তারপর আবার ভালো করে কসিয়ে যেতে হবে বেশ কিছুখন.

  5. 5

    এরপর তাতে ভেজে রাখা আলুগুলো ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে তাতে পরিমান মতো জল দিয়ে কাঁচালঙ্কা দিয়ে, ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে. যখন গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন গরম মসলা গুঁড়ো, ধনেপাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Banerjee Chatterjee
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি বাড়িতে রান্নার শক্তিতে বিশ্বাস করে.
আরও পড়ুন

Similar Recipes