রংবাহারি পাউরুটির কুলফি ( paurutir Kulfi Recipe in Bengali

Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop )
Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop ) @cook_20075662

#দোলের রেসিপি

রংবাহারি পাউরুটির কুলফি ( paurutir Kulfi Recipe in Bengali

#দোলের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

6 জন
  1. 1/2 লিটারদুধ
  2. 100 এম এল মিল্ক মেড
  3. 4টে ছোট পাউরুটি টুকরো
  4. 2টেবিল চামচ কাঠবাদাম কুচিয়ে নেওয়া
  5. 1/2 চা চামচ এলাচের গুঁড়া
  6. প্রয়োজন অনুযায়ীগোলাপি ,নীল, কমলা ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই পাউরুটি টুকরোগুলোর ধারগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে আর মিক্সার গ্রাইন্ডার গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    এরপরে একটা পাত্রে দুধ গরম বসিয়ে দিতে হবে ফুটে উঠলে ওর মধ্যে এলাচ গুঁড়ো আর পাউরুটির গুঁড়ো দিয়ে 5 থেকে 6 মিনিট কম আছে ফুটিয়ে নিতে হবে।

  3. 3

    এরপরে এরমধ্যে ছোট করে টুকরো করে কাটা কাঠবাদাম আর মিল্ক মেড দিয়ে আবার তিন থেকে চার মিনিট হালকা আছে ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    অনেকটাই ঘন হয়ে আসবে এই অবস্থায় গ্যাস বন্ধ করে কুলফির মিশন একদম ঠান্ডা করে নিতে হবে।

  5. 5

    ঠান্ডা হয়ে গেলে চার ভাগে ভাগ করে নিয়ে তিনটের মধ্যে কয়েক ফোঁটা করে ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ভাগ সাদাই রেখে দিতে হবে।

  6. 6

    এবার কুলফির মূল্যের মধ্যে অল্প অল্প করে পত্রিকা কালার এর মিশ্রণ দিয়ে মন ভরে দিতে হবে আর ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে।

  7. 7

    এরপরে 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে ফ্রিজ থেকে বের করে একটা জলের বাটির মধ্যে কুলফি রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিট এর ফলে কলসি গুলো সহজেই বেরিয়ে আসবে।

  8. 8

    দারুন স্বাদের এই পাউরুটির কুলফি খুব সহজেই তৈরী হয়ে যায় আর বাড়ির ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop )

Similar Recipes