সুজির লাড্ডু (soojir ladoo recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#CelebratewithMilkmaid
#cookpad
একদম কম সময়ে মিল্কমেইড এর সহযোগিতায় তৈরি করে নিতে পারেন একটা খুব টেস্টি ও মজার লাড্ডু।

সুজির লাড্ডু (soojir ladoo recipe in bengali)

#CelebratewithMilkmaid
#cookpad
একদম কম সময়ে মিল্কমেইড এর সহযোগিতায় তৈরি করে নিতে পারেন একটা খুব টেস্টি ও মজার লাড্ডু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ সুজি
  2. ১/২ কাপ মিল্কমেড
  3. ১/৪ কাপ ড্রাই ফুড
  4. ২ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে ১ চা চামচ ঘি দিয়ে সুজি ভেজে তুলে একটা বাউলে রেখে দিতে হবে তারপর কড়াইতে বাকি ঘি দিয়ে গরম হলে ড্রাই ফুড দিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    তারপর সুজির মধ্যে ঘি আর ড্রাই ফুড দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে মিল্কমেইড দিয়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ভালো করে মিশিয়ে মেখে ছোট ছোট লেচি কেটে হাতে অল্প ঘি লাগিয়ে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিতে হবে । সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে।

  4. 4

    এবার একটা সর্ভিং বাউলে সাজিয়ে পরিবেশন করুন। আর অনেক দিন স্টোর করে রাখা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes