চাউমিন (chow mein recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

#GA4#week07
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি বেকফ্রাষ্ট।আর আমি বেকফ্রাস্টে বানিয়েছি চাউমিন

চাউমিন (chow mein recipe in Bengali)

#GA4#week07
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি বেকফ্রাষ্ট।আর আমি বেকফ্রাস্টে বানিয়েছি চাউমিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
চার জনের জন্য
  1. 1 প্যাকেটচাউমিন
  2. 2 টিআলুমাঝারি সাইজের
  3. 1টেবিল চামচগাজর ছোট সাইজের
  4. 1টি পেঁয়াজ
  5. 1মুঠোবাদাম
  6. 4 টেডিম
  7. স্বাদমতোলবণ
  8. 1চিমটিচিনি
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1/2 কাপতেল
  11. 4 টি কাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চাউমিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে। এবার আলু সরু সরু করে কেটে নিতে হবে

  2. 2

    গাজর টাও সরু সরু করে কেটে নিতে হবে। পেঁয়াজ টাও কুচি করে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে বাদাম ও গাজর আলাদা আলাদা করে ভেজে নিতে হবে।ডিমটা ও ভুজিয়া করে ভেজে নিতে হবে।এবার পেঁয়াজটা ভাজতে হবে।

  4. 4

    পেঁয়াজ টা হালকা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিতে হবে।আলুটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা চাউমিন টা দিয়ে দিতে হবে। ভালো করে হালকা হাতে নাড়তে হবে।গাজরটা ও দিয়ে দিতে হবে।

  5. 5

    এবার একে একে ডিম,বাদাম লবণ,চিনি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার নামিয়ে নিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন এগ ভেজ চাউমিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

Similar Recipes