আলু পনিরের পরোটা (Aloo Paneer Paratha Recipe in Bengali)

নবনীতা
নবনীতা @Nabanita
কলকাতা

আলু পনিরের পরোটা (Aloo Paneer Paratha Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩ জন
  1. ২ টো আলু
  2. ১০০ গ্রাম পনির
  3. ১চা চামচভাজা মশলা(জিরে, ধনে, ও গরম মশলা)
  4. স্বাদমতোনুন ও চিনি
  5. ১/২ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  6. ১টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  7. ১ টেবিল চামচ কসুরি মেথি পাউডার
  8. পরিমান মত সর্ষের তেল ও রিফাইন তেল
  9. পরিমান মত ময়দা
  10. ১ টেবিল চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    আলু সেদ্ধ করে তার সাথে পনির চটকে ভালো করে মেখে কড়াই তে অল্প সর্ষের তেল গরম করে তাতে ঐ মাখা দিয়ে তাতে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, কসুরি মেথি পাউডার দিয়ে ভালো করে কষে শুকনো করে নামিয়ে ঠান্ডা করতে হবে।

  2. 2

    এরপর ময়দা ভালো করে ময়ান ও নুন দিয়ে ভালো করে মেখে লেচি কেটে অল্প তেলের টাচ দিয়ে গোল গোল করে বেলে ১ পিঠ সেঁকে রেখে দিতে হবে। এরপর ঐ সেঁকা পিঠে পুর দিয়ে অপর একটি পরোটার সেঁকা পিঠ দিয়ে চেপে দিতে হবে।

  3. 3

    এরপর অল্প করে রিফাইন তেল দিয়ে কাঁচা দুই পিঠ ভাজতে হবে। তাহলেই রেডি আলু পনির পরোটা।
    সস, স্যালাড, চাটনি দিয়ে জমে যাবে গরম গরম পরোটা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
নবনীতা
কলকাতা
হোম মেকার
আরও পড়ুন

Similar Recipes