আলুর পরোটা (alur porota recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#আলু
সবজির মধ্যে আলু সকলেরই খুব প্রিয় একটি সবজি। আলু দিয়ে যে কত রকম আইটেম বানানো যায় সেটা বলে প্রকাশ করা যাবে না। আমি একটু অন্যরকম পদ্ধতিতে আলুর পরোটা বানিয়েছি_খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে।

আলুর পরোটা (alur porota recipe in Bengali)

#আলু
সবজির মধ্যে আলু সকলেরই খুব প্রিয় একটি সবজি। আলু দিয়ে যে কত রকম আইটেম বানানো যায় সেটা বলে প্রকাশ করা যাবে না। আমি একটু অন্যরকম পদ্ধতিতে আলুর পরোটা বানিয়েছি_খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় ৩৫-৪০ মিনিট
৫জন
  1. ৫ টা মাঝারি ও ছোট সাইজ আলু
  2. ২টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি
  3. ১ চা চামচ আদার কিমা
  4. ৫-৬টা কাঁচা লঙ্কা কুচি
  5. ১ চা চামচ চাট মসলা
  6. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. ১ চা চামচ রোস্টেড জিরা গুঁড়ো
  8. ১ চা চামচ রোস্টেড ধনে গুঁড়ো
  9. ১/২ কাপ হাফ সিদ্ধ গাজর কুচি
  10. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  11. ২কাপ ময়দা
  12. ২কাপ আটা
  13. স্বাদমতোলবণ
  14. পরিমান মত সাদা তেল
  15. পরিমাণ মতোপরিবেশনের জন্য কাঁচা পেঁয়াজ, আমের আচার, তেঁতুলের চাটনি, টমেটো কেচাপ, টমেটো ও কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

প্রায় ৩৫-৪০ মিনিট
  1. 1

    আলু সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে

  2. 2

    গাজর খুব ছোট ছোট টুকরো করে কেটে ভাপিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ম্যাশ করা আলুর সাথে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদার কিমা, চাট মসলা,গরম মসলা, ধনে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পরোটার পুর বানাতে হবে।

  4. 4

    ময়দা ও আটার মধ্যে লবণ ও ৩ চা চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে _মেখে একটা ডো তৈরি করতে হবে।

  5. 5

    এবার ডো থেকে রুটির মতো একটু বড় লেচি কেটে একটু বেলে নিয়ে ওর মধ্যে আলুর পুর ভরে মোমোর মত কুচি করে মুখ আটকে বেলে নিতে হবে।

  6. 6

    এবার প্যানে সাদা তেল ভালো গরম করে ওর মধ্যে একটা একটা করে পরোটা দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে।

  7. 7

    সবকটা ভাজা হয়ে গেলে টমেটো কেচাপ, আমের আচার, তেঁতুলের চাটনি,কাঁচা পিয়াজ ও টমাটোর সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes