ডিম কষা (dim kosha recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ebook06

আমি মিস্ট্রি বক্স থেকে ডিম কষা বেছে নিয়েছি।
একদম সহজ ভাবে তৈরি কিন্তু খেতে খুব টেস্টি ও মজার।

ডিম কষা (dim kosha recipe in bengali)

#ebook06

আমি মিস্ট্রি বক্স থেকে ডিম কষা বেছে নিয়েছি।
একদম সহজ ভাবে তৈরি কিন্তু খেতে খুব টেস্টি ও মজার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টা ডিম সেদ্ধ করা
  2. ৪ টা ছোট আলু ( ঐচ্ছিক)
  3. ২ টো মাঝারি পেঁয়াজ কুচি
  4. ২ টো মাঝারি টমেটো কুচি
  5. ১ টুকরো আদা গ্রেড করা
  6. ৪-৫ টা রসুন কোআ গ্রেড করা
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ কসুরি মেথি
  12. ১/২ চা চামচ শাহী গরম মশলা
  13. ২ টো তেজপাতা
  14. ১ টুকরো দারুচিনি
  15. ৩ টে লবঙ্গ
  16. ২ টো ছোট এলাচ
  17. ৩ টে গোলমরিচ
  18. ১/৪ চা চামচ জিরা
  19. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  20. স্বাদ অনুযায়ীনুন
  21. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর ডিম গুলো একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ডিম ও আলু গুলো তে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    তারপর ওই একি কড়াইতে জিরা, তেজপাতা ও গোটা গরম মশলা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি ও আদা রসুন দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে একটু নরম হলে সব গুড়ো মশলা গুলো এড করে ভালো করে ভেজে নিতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে ভেজে রাখা ডিম ও আলু দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ।

  6. 6

    তারপর ওর মধ্যে গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  7. 7

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes