রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ১/২ কপচাল
  2. ৬-৭টাপটল
  3. ১ চা চামচ জিরা
  4. ২টোতেজপাতা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১চা চামচজিরা গুঁড়ো
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. ১চা চামচলঙ্কা বাটা
  9. ১চা চামচঘি
  10. ২চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল পটল-কড়াইতে সাদা তেল দিয়ে পটল গুলো ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    ওই তেলে জিরে,তেজ পাতা,শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি,আদা বাটা,কাঁচা লঙ্কা বাটা,জিরে গুড়ো,ধনে গুড়ো,কাশ্মীরি মির্চ,লবণ,হলুদ,চিনি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলা কষাতে হবে।

  3. 3

    তারপর পটল ও ভালো করে ধুয়ে রাখা গোবিন্দ ভোগ চাল দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিতে হবে।চাল ও পটল সিদ্ধ হয়ে গেলে ঘি ও গরম মশালা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Syamoli Sinha
Syamoli Sinha @syamoli22

Similar Recipes