মিষ্টি পোলাও (mishti pulao recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#ebook06
#week2 এই সপ্তাহের ধাঁধার থেকে আমি মিষ্টি পোলাও বেছে নিলাম । খুব সহজ একটি পদ । মাংস , পনির , আলুর দম , কোপ্তা নিরামিষ আমিষ সব ধরণের পদ দিয়ে ভালোলাগে । একটু মিষ্টি মিষ্টি হয় । মিষ্টির পরিমান ইচ্ছা মত কম বেশি করা যায়।

মিষ্টি পোলাও (mishti pulao recipe in bengali)

#ebook06
#week2 এই সপ্তাহের ধাঁধার থেকে আমি মিষ্টি পোলাও বেছে নিলাম । খুব সহজ একটি পদ । মাংস , পনির , আলুর দম , কোপ্তা নিরামিষ আমিষ সব ধরণের পদ দিয়ে ভালোলাগে । একটু মিষ্টি মিষ্টি হয় । মিষ্টির পরিমান ইচ্ছা মত কম বেশি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3-4 জনের জন্য
  1. 1.5 কাপগোবিন্দ ভোগ চাল
  2. 4 টেবিল চামচ ঘি
  3. 2 টোতেজপাতা
  4. 8টা এলাচ
  5. 8 টালবঙ্গ
  6. 2 টুকরোদারচিনি
  7. 1/3 কাপকাজু ও কিসমিস
  8. 1 চিমটিকেশর
  9. 1 চা চামচএলাচ গুঁড়ো
  10. 3টেবিল চামচ চিনি
  11. 1 চা চামচ / স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    চাল খুব ভালোকরে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি । এবার একটা ছাঁকনিতে জল ঝরতে রেখে দিয়েছি ।

  2. 2

    এবার চালে 3 টেবিল চামচ ঘি, তেজপাতা, গোটা গরম মসলা, দিয়ে ভালো করে মেখে নিয়েছি ও আধ ঘন্টা রেখে দিয়েছি ।

  3. 3

    কড়াইতে 1 চা চামচ ঘি দিয়েছি ও কাজুবাদাম সামান্য নেড়েচেড়ে কিসমিস দিয়েছি, এবার ঘি মাখা চাল দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজেছি বা চাল স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেঁজে নিয়েছি ।

  4. 4

    এবার 2 & 2/3 কাপ জল গরম করেছি । এবার প্রেসার কুকারে গরম জল চিনি, নুন ও কেশর দিয়ে ঢাকনা লাগিয়ে 1 টা শিটি দিয়েছি । 8-10 মিনিট পরে ঢাকনা খুলে বাকি ঘি ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরো 5 মিনিট রেখেছি । তৈরি ঝরঝরে মিষ্টি পোলাও।

  5. 5

    আমি কেশর দিয়েছি, তাই হলুদ গুঁড়ো দেইনি। চাল ভাজার সময় 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলেই হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes