কুমড়োর কাঁলাকান্দ (kumror kalakand recipe in bengali)

Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

#রোজকারসব্জী
#কুমড়ো
#Week3

ফল দিয়ে যদি কালাকান্দ হতে পারে তবে এমন সব্জী যে নিজের গুনেই মিষ্টি তা দিয়ে হবে না কেন , এমন ভেবেই এই মিষ্টিটা তৈরী করলাম ।

কুমড়োর কাঁলাকান্দ (kumror kalakand recipe in bengali)

#রোজকারসব্জী
#কুমড়ো
#Week3

ফল দিয়ে যদি কালাকান্দ হতে পারে তবে এমন সব্জী যে নিজের গুনেই মিষ্টি তা দিয়ে হবে না কেন , এমন ভেবেই এই মিষ্টিটা তৈরী করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জন
  1. ৭৫০ মিলি দুধ
  2. ১/৩ কাপ টক দই ছানা কাটার জন্য
  3. ১/২ কাপ পাকা কুমড়োর টুকরো
  4. ১/৩ কাপ মিল্ক পাউডার
  5. ১/২ কাপ চিনি
  6. ২ ফোঁটা গোলাপ জল
  7. ১ টেবিল চামচ + ১/২ চা চামচ ঘি
  8. ১২ টা পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    দুধ গরম করে টক দই মিশিয়ে ছানা কাটিয়ে নিতে হবে (১ কাপের থেকে একটু কম ছানা হবে)

  2. 2

    কুমড়ো খোসা ছাড়িয়ে টুকরো করে ভাপিয়ে ঠান্ডা করে চিনি দিয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নিতে হবে, এবার পেস্ট করা কুমড়ো ননস্টিক প্যানে দিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে লেগে না যায়

  3. 3

    হাত দিয়ে ছানা একদম ভেঙে গুঁড়ো করে নিতে হবে, মাখার দরকার নেই তবে খেয়াল রাখতে হবে যাতে বড় কোন লাম্পস্ না থাকে, ছানা কুমড়োর পেস্ট এ মিশিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে । এবার ১ টেবিল চামচ ঘি দিতে হবে

  4. 4

    কালাকান্দ যে পাত্রে জমাবে তাতে বাকি ঘি মাখিয়ে রেডি রাখতে হবে, এবার ছানার মিশ্রনে গুঁড়ো দুধ ও গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  5. 5

    ঘি মাখানো পাত্রে মিশ্ণটা ঢেলে উপরে পেস্তা কুচি ছড়িয়ে রুম টেম্পারেচারে এলে ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ সময়ের জন্য

  6. 6

    ঠান্ডা হলে ইচ্ছা মতো শেপে কেটে পরিবেশন করতে হবে কুমড়োর কালাকান্দ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

Similar Recipes