ক্যাপ্সিকাম পনির (Capsicum Paneer recipe in bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

#রোজকারসব্জী #ক্যাপ্সিকাম
#Week4

ক্যাপ্সিকাম পনির (Capsicum Paneer recipe in bengali)

#রোজকারসব্জী #ক্যাপ্সিকাম
#Week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1 চা চামচমাখন
  2. 1টি ক্যাপ্সিকাম
  3. 200 গ্রামপনির
  4. 3টি কাঁচা লঙ্কা
  5. 1 চা চামচগোটা সরষে
  6. পরিমাণমতোকারিপাতা
  7. 1 কাপদুধ
  8. 1টেবিল চামচ টক দই
  9. 1/2 চা চামচময়দা
  10. 1টেবিল চামচ কাজু পোস্ত বাটা
  11. 1/2 চা চামচধনে গুঁড়ো
  12. 1/2 চা চামচকরে লাল লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. স্বাদ মতোনুন পরিমাণমতো
  14. পরিমান মতোসাদা তেল
  15. 1/2 চা চামচচিনি
  16. 1 টাবড় টমেটো পেস্ট করা
  17. 1 চা চামচআদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পনির চৌকো চৌকো করে কেটে নিন ও গরম জলে নুন দিয়ে 5 মিনিট ডুবিয়ে তুলে রাখুন ।ক্যাপ্সিকাম চৌকো চৌকো করে কেটে নিন পোস্ত, কাজু, একটি কাঁচা লঙ্কা ও পরিমান মত দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন । টক দই ময়দা দিয়ে ফেটিয়ে রাখুন।

  2. 2

    কড়াইতে পরিমান মত সাদা তেল দিয়ে পনির ভেজে তুলে রাখুন ।এবার ওই তেলে কিছু কারিপাতা ভেজে তুলে রাখুন । ওই তেলে চেরা কাঁচালঙ্কা ও গোটা কালো সরষে ফোড়ন দিন ও আদাবাটা টমেটো পেস্ট দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। একে একে গুঁড়ো মশলা গুলো দিন ও ভালো করে মিশিয়ে নিন। অল্প জলের ছিটে দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  3. 3

    এবার কাজু পোস্ত বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে ক্যাপ্সিকাম টুকরোগুলো দিন ও ভালো করে মিশিয়ে নিন। পরিমাণ মত নুন স্বাদ অনুযায়ী চিনি দিন ও ভেজে রাখা পনির ঢেলে দিন। কিছু কাঁচা কারিপাতা দিন ও ভালো করে মিশিয়ে নিয়ে ফেটানো টক দই দিন ও ভালো করে নাড়াচাড়া করুন ।তারপর পরিমাণমতো দুধ দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দিন।

  4. 4

    তরকারি হয়ে এলে ঢাকা খুলে মাখন দিন । সবশেষে ভাজা কারিপাতা ছড়িয়ে দিন । রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন ক্যাপ্সিকাম পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes