ফিশ পাতুরি (Fish paturi recipe in Bengali)

Rumki Kundu
Rumki Kundu @rumki_1982

ফিশ পাতুরি (Fish paturi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০ মিনিট
১০ জন
  1. ৭০০ গ্রাম ভেটকি মাছের ফিলে
  2. ১০০ গ্রাম সাদা কালো সরষে
  3. স্বাদমতোকাঁচা লঙ্কা
  4. প্রয়োজন মতসরষের তেল
  5. স্বাদ মতনুন
  6. ১/২ কাপ টক দই
  7. প্রয়োজন অনুযায়ীকলাপাতা
  8. প্রয়োজন মতসুতো

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০ মিনিট
  1. 1

    কালো সাদা সরষে কিছু টা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে রাখতে হবে। মাছ নুন,লেবু দিয়ে মেখে রাখতে হবে ১/২ঘন্টা।

  2. 2

    কলাপাতা গ্যাসে সেকে নিতে হবে।সব কিছু মিশিয়ে, কলাপাতাতে একটা করে মাছ গ্রেভি সমেত দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

  3. 3

    প্যানে অল্প তেল গরম করে তাতে যত গুলো মাছ একসাথে ধরবে, ঢাকা দিয়ে এপিঠ ওপিঠ(৫ মিনিট প্রতি পিঠ)ধরে অল্প আঁচে সেকে নিলেই রেডি ফিশ পাতুরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumki Kundu
Rumki Kundu @rumki_1982

Similar Recipes