বাহারি পনির ক্যাপ্সিকাম (Bahari paneer capsicum recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#4th Week

বাহারি পনির ক্যাপ্সিকাম (Bahari paneer capsicum recipe in Bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#4th Week

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০মিঃ-১ঘন্টা
৮-৯জনের জন্য
  1. ৫০০ গ্রাম পনির
  2. ১টি করে লাল,হলুদ ও সবুজ ক্যাপ্সিকাম
  3. স্বাদ অনুযায়ীনুন, চিনি ও শুকনোলঙ্কা গুঁড়ো
  4. ৪চা চামচ করে পোস্ত বাটা ও সরষে বাটা
  5. ২টি বড় চামচ পেঁয়াজ বাটা
  6. ৪-৫ চা চামচচারমগজবাটা
  7. ১/২কাপ দুধ ও ১/২ কাপ জল
  8. প্রয়োজন মতফোড়নের জন্য -১টি শুকনো লঙ্কা,১/২ছোট চামচ করে রাই ও কালোজিরে
  9. ৫-৬ টেবিল চামচ সাদা তেল
  10. ৪-৫টি আস্ত কাঁচালঙ্কা
  11. ৩চা চামচকর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

৫০মিঃ-১ঘন্টা
  1. 1

    পনীর টুকরো করে কেটে নিতে হবে।ক্যাপসিকামগুলো পাতলা করে কেটে নিতে হবে

  2. 2

    কড়াইতে তেল গরম করে এতে শুকনোলঙ্কা, রাই ও কালোজিরে ফোড়ন দিতে হবে। এতে প্রথমে পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়ানোর পর সরষেবাটা দিয়ে ভালো করে নাড়তে হবে।

  3. 3

    কষানো হলে সামান্য জল দিয়ে আবার কষিয়ে পোস্তবাটা দিয়ে আবার কষতে হবে। এতে এবার নুন, চিনি ও শুকনোলঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে। কাঁচালঙ্কাগুলো দিতে হবে।

  4. 4

    কষানোর পর আবার সামান্য জল দিয়ে কেটে রাখা ক্যাপ্সিকাম দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ।

  5. 5

    ক্যাপ্সিকাম নরম হলে দুধ ও বাকী জল দিয়ে দিতে হবে। এতে এবার পনীরের টুকরোগুলো দিতে ফোটানোর জন্য ঢেকে দিতে হবে।

  6. 6

    একটি পাত্রে কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে কড়াইয়ে মধ্যে দিয়ে ভালো করে মেশাতে হবে। গাঢ় হলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করলে খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Mandal Banerjee

মন্তব্যগুলি

Similar Recipes