মাটন খিচুড়ি (Mutton khichuri recipe in Bengali)

Amrita Dutta Das
Amrita Dutta Das @amrita_thecook2021
Kolkata

মাটন খিচুড়ি (Mutton khichuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40/45 মিনিট
সাত জন এর জন্য
  1. 500 গ্রামমটন্ কিমা
  2. 500 গ্রামগোবিন্দ ভোগ চাল
  3. 250 গ্রামমুগ ডাল
  4. 300গ্রামপেঁয়াজ (কুচানো -200gm,বাটা -100gm)
  5. 100 গ্রামরসুন -(কুচানো 25gm,বাটা -25gm)
  6. 25 গ্রামআদা বাটা
  7. 25 গ্রামকাঁচা লঙ্কা
  8. 2 টেবিল চামচলঙ্কাগুঁড়ো
  9. 1 টেবিল চামচহলুদ গুঁড়ো
  10. 1 টেবিল চামচধনে গুঁড়ো
  11. 1চা চামচজিরা গুঁড়ো
  12. 4/5টাশুকনো লঙ্কা
  13. 2/3টাতেজপাতা
  14. 1/2চা চামচসাদা জিরা
  15. প্রয়োজন মতো গোটা গরম মশলা - এলাচ -2 টি,দারচিনি-2 টুকরো
  16. 2চা চামচশাহী গরম মশলা
  17. 5 টিলবঙ্গ
  18. স্বাদ মতোনুন/চিনি
  19. 250গ্রামঘি
  20. 300গ্রামসাদা/সরষে তেল

রান্নার নির্দেশ সমূহ

40/45 মিনিট
  1. 1

    প্রণালী :
    মটন্ কিমা টা ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা, ধনে, জিরা গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ বাটা, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে প্রায় এক ঘণ্টা। চাল ও ডাল
    টাও ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর জল ঝরিয়ে চাল ডাল টা ভেজে আলাদা করে তুলে রাখতে হবে

  2. 2

    এবার একটা প্যান এ সাদা তেল ও ঘি গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, সাদাজিরা,তেজপাতা, গোটা গরম মশলা, কাচা লঙ্কা ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি লাল করে ভেজে তার মধ্যে ম্যারিনেট করা মট‌ন্ টা দিয়ে খুব ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে আধ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।

  3. 3

    এরপর ওই প্যান এ ভেজে রাখা চাল ও ডাল টা দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সবকিছু সিদ্ধ হয়।

  4. 4

    এক্ষেত্রে প্রেসার কুকার ও ব্যবহার করা যেতে পারে।

  5. 5

    এবার সব সুসিদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো, ঘি ও চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম "মটন্ খিচুড়ি"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrita Dutta Das
Amrita Dutta Das @amrita_thecook2021
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes