বেলে মাছের ঝাল(bele macher jhal recipe in Bengali)

Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

#c1

বেলে মাছের ঝাল(bele macher jhal recipe in Bengali)

#c1

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২/১৫ মিনিট
৪জনের জন্য
  1. ৮টিবেলে মাছ
  2. ১চা চামচলঙ্কার গুঁড়ো
  3. ৫-৬টিকাঁচা লঙ্কা চেরা
  4. ১চা চামচআদা বাটা
  5. ৪চা চামচটমেটো বাটা
  6. ১.৫চা চামচহলুদ গুঁড়ো
  7. ৯-১০টিমেথি
  8. ১/৪চা চামচজিরা পাউডার
  9. ২.৫ টেবিল চামচসর্ষের তেল
  10. ১/৪কাপধনেপাতা কুচি
  11. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১২/১৫ মিনিট
  1. 1

    মাছ ভালো করে ধুয়ে ১/২ চা চামচ হলুদ নুন ১/২ চা চামচ নুন মাখিয়ে ২/৩মিনিট রাখুন।

  2. 2

    একটি পাত্রে আদা পেষ্ট টমেটো পেষ্ট লংকারগুড়ো হলুদ জিরে গুঁড়ো সামান্য জল মিশিয়ে রাখুন।

  3. 3

    গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল মিডিয়াম হাই ফ্লেমে গরম করে নুন হলুদ মাখা মাছ ভাজুন।

  4. 4

    এক দিক ভাজা হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে অপর দিক ভেজে নিয়ে তুলে রাখুন।

  5. 5

    ঐ তেলে মেথি ফোড়ন দিয়ে জলে গোলা মশলা ঢেলে ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিন।

  6. 6

    কষানো মশলা তে পরিমাণ মতো জল ও নুন দিয়ে ফুটতে দিন।

  7. 7

    মশলা মেশানো জল ফুটে উঠলে মাছগুলো ঢেলে দিন।

  8. 8

    ঝোল একটু ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে ধনেপাতা ও ১চা চামচ তেল দিয়ে ঢেকে রাখুন।

  9. 9

    বেলে মাছে আবার ধনেপাতা মিশিয়ে সাজিয়ে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

Similar Recipes