গুজরাটি ধোকলা (gujarati dhokla recipe in Bengali)

Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

#ebook06
#week8
মিস্ট্রি বক্স থেকে গুজরাটি ধোকলা বেছে নিয়ে রেসিপি করেছি।

গুজরাটি ধোকলা (gujarati dhokla recipe in Bengali)

#ebook06
#week8
মিস্ট্রি বক্স থেকে গুজরাটি ধোকলা বেছে নিয়ে রেসিপি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ বেসন
  2. ৪ চা চামচ সাদা তেল
  3. ১ চা চামচ সর্ষে
  4. স্বাদ মত নুন
  5. ২ চা চামচ চিনি
  6. ১/২ চা চামচ বেকিং সোডা
  7. ১ চা চামচ বেকিং পাউডার
  8. ১ টি লেবু
  9. ৮-১০ টি কারিপাতা
  10. ১ টুকরো আদা
  11. ৪-৫ টি কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আদা টি বেটে বেসনের সাথে মিশিয়ে নিয়ে তাতে স্বাদ মতো নুন এবং ১ চামচ চিনি গুলে ১০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    তারপর একটি করাইতে ১ গ্লাস জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিতে হবে অল্প আঁচে। এরপর একটি স্টিলের থালায় সামান্য তেল ব্রাশ করে গুলে রাখা মিশ্রন টিতে বেকিং পাউডার ও বেকিং সোডা গুলে থালায় ঢেলে স্ট্যান্ড এর উপর বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে।

  3. 3

    ১৫ মিনিট পরে ঢাকনা সরিয়ে চেক করে নিতে হবে।এবার ডি মোল্ড করে নিয়ে টুকরো করে নিতে হবে।

  4. 4

    এবার একটি প্যান এ সাদা তেল গরম করে সর্ষে,কারিপাতা ফোরন দিয়ে একে একে লবণ, চিনি,কাঁচা লঙ্কা,লেবুর রস দিয়ে ১ গ্লাস জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে টুকরো করে রাখা ধোকলার উপর ছড়িয়ে দিলেই তৈরী ধোকলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

Similar Recipes