চিলি চিকেন (Chili Chicken Recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#ebook06
#Week10

এই সপ্তাহের পাজেল বক্স থেকে আমি "চিলি চিকেন "বেছে নিলাম। এটি খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো টেস্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। যেকোনো রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ লাগে।

চিলি চিকেন (Chili Chicken Recipe In Bengali)

#ebook06
#Week10

এই সপ্তাহের পাজেল বক্স থেকে আমি "চিলি চিকেন "বেছে নিলাম। এটি খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো টেস্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। যেকোনো রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪ জন
  1. ৫০০গ্ৰাম বোনলেস চিকেন
  2. ২ টি পেঁয়াজ মাঝারি সাইজের
  3. ১ টি ক্যাপ্সিকাম
  4. ৩-৪টি কাঁচালঙ্কা
  5. ১চা চামচ রসুন পেস্ট
  6. ১ চা চামচ আদা পেস্ট
  7. ১ টেবিল চামচ টকদই
  8. ১চা চামচ সয়াসস
  9. ১ টি ডিম
  10. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ২টেবিল চামচ টমেটো সস
  13. ১ টেবিল চামচ রেড চিলি সস
  14. ১ চা চামচ ভিনিগার
  15. ১চা চামচ সয়া সস
  16. ১ টেবিল চামচ গ্ৰেট করা রসুন
  17. ১ টেবিল চামচ মধু
  18. প্রয়োজন মতোসাদা তেল
  19. ২টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  20. ২টেবিল চামচ ময়দা
  21. পরিমাণ মতো জল
  22. স্বাদ মতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোল এ চিকেন এর মধ্যে টকদই, রসুন পেস্ট, আদা পেস্ট, ১চা চামচ সয়া সস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ভালো ভাবে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০মিনিট এর মতো। বাকি পেয়াজ, ক্যাপ্সিকাম কিউব করে কেটে নিতে হবে,কাচা লঙ্কা স্লাইস করে কেটে নিতে হবে। একটি ছোট বাটিতে টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, ভিনিগার সব একসাথে মিশিয়ে রেডি করে রাখতে হবে।

  2. 2

    ৩০ মিনিট পর ম্যারিনেট করা চিকেন এর মধ্যে ডিম টা ফাটিয়ে দিতে হবে, ময়দা আর ১.৫ টেবিল চামচ কনফ্লাওয়ার ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসে একটি প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল বেশি করে দিয়ে ভালো ভাবে গরম হলে একটা একটা চিকেন তেলের মধ্যে ছাড়তে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে সব চিকেন গুলো। এবার ঐ বোল এর মধ্যে যে অবশিষ্ট ময়দা কনফ্লাওয়ার এর মশলা থাকবে সেটার মধ্যে বাকি কনফ্লাওয়ার একটু সামান্য জল দিয়ে গুলে রাখতে হবে।

  3. 3

    প্যান থেকে কিছুটা তেল ঢেলে রেখে ২টেবিল চামচের মতো তেল রেখে ওতে গ্ৰেট করে রাখা রসুন আর স্লাইস করে রাখা কাচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে সব সস টা দিয়ে নাড়াচাড়া করতে হবে।লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে ১-২মিনিট।মধু টা মিশিয়ে দিতে হবে। এরপর গুলে রাখা কনফ্লাওয়ার দিয়ে একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ভেজে রাখা চিকেন পকোড়া গুলো মিশিয়ে দিয়ে ২মিনিট নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিয়ে চাপা দিয়ে ৫মিনিট রেস্ট এ রেখে দিতে হবে।

  4. 4

    আমার তৈরি হয়ে গেছে"চিলি চিকেন"।এবার একটা প্লেটে সাজিয়ে গরম গরম ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন। অপুর্ব টেস্টি এই চিলি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes