শাহী পনির (Shahi Paneer recipe in Bengali)

Chandana Pal
Chandana Pal @chandana_pal_100

শাহী পনির (Shahi Paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্ৰাম পনির
  2. ৩টে টমেটো ছোট করে কাটা
  3. ১ টা বড়ো পেঁয়াজ
  4. ৪ কোয়া রসুন
  5. ১ চা চামচ আদা কুচি
  6. ১/৪ কাপ কাজু বাদাম
  7. ৪টে ছোট এলাচ
  8. ২টো বড় এলাচ
  9. ৪ টে লবঙ্গ
  10. ১/২" দারুচিনি
  11. প্রয়োজন অনুযায়ীজয়িত্রী
  12. ১/২ জায়ফল
  13. ১/২ চা চামচ গোটা গোলমরিচ
  14. ২ টো শুকনো লঙ্কা
  15. ২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ চা চামচরোস্টেড কসুরি মেথি গুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  19. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  20. ২ টেবিল চামচ বাটার/ মাখন
  21. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা প‍্যানে সব রকম গরম মসলা, জায়ফল, জয়িত্রী, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে একটু গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে শাহী গরম মসলা বানাতে হবে।

  2. 2

    এবার কড়াতে বাটার নিয়ে তাতে টমেটো, পিঁয়াজ, আদা, রসুন, কাজু আর ১ কাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিতে হবে।

  3. 3

    পনিরকে ছোট করে কেটে নিয়ে কড়াতে তেল গরম করে হাল্কা করে ভেজে তুলে নিয়ে নুন চিনির জলে ভেজাতে হবে। এবার ঐ তেলেই পেস্ট করা মসলা দিয়ে কষতে হবে।

  4. 4

    একটু কষা হলে এতে হলুদ, লঙ্কা, নুন, চিনি আর গুঁড়ো করা ২ চামচ শাহী গরম মসলা মিশিয়ে একটু নেড়েচেড়ে সামান্য জল দিতে হবে। গ্ৰেভি থেকে তেল বেরতে লাগলে পনির মেশাতে হবে। লাস্টে ক্রিম আর কসুরি মেথি মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার গরম গরম রুটি, পরোটা, নান এর সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Pal
Chandana Pal @chandana_pal_100
নিত্য নতুন রান্না করতে ও নতুন নতুন রান্না শিখতে আমার খুব ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes