নিরামিষ মটর পনির (niramish matar paneer recipe in Bengali)

Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

#asr
নিরামিষ দিনে পনিরই ভরসা। অষ্টমীর সকালের নাশতায় লুচির সঙ্গে মটর পনির দারুন একটা কম্বিনেশন।

নিরামিষ মটর পনির (niramish matar paneer recipe in Bengali)

#asr
নিরামিষ দিনে পনিরই ভরসা। অষ্টমীর সকালের নাশতায় লুচির সঙ্গে মটর পনির দারুন একটা কম্বিনেশন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3জন
  1. 200 গ্রামপনির
  2. 2 টিপেঁয়াজ ছোট কুচি করে কাটা
  3. 1 কাপদুধ
  4. স্বাদ মতলবণ ওচিনি
  5. 2টেবিল চামচ সাদা তেল
  6. 1টেবিল চামচ বাটার /মাখন
  7. 1 টি +1 চা চামচতেজপাতা , গোটা গরম মশলা
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1/2 কাপমটরশুঁটি সিদ্ধ
  10. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  11. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচজিরে গুঁড়ো
  13. 1 চা চামচধনে গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পনির কিউব টুকরো করে কেটে প্যানে হালকা তেল দিয়ে অল্প কিছুক্ষন ভেজে নিয়ে উষ্ণ দুধে অল্প চিনি ও এক চিমটি লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে।

  2. 2

    এবার প্যানে তেল ও বাটার গরম করে তাতে জিরা,তেজপাতা ও গোটা গরম মশলার ফোড়ন দিতে হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

  3. 3

    পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা ও নুন মিশিয়ে কিছুক্ষণ নাডাচাড়া করে টমেটো পিউরি দিয়ে দিতে হবে।অপ্ল পানি দিয়ে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো ও জিরে-ধনে গুঁড়ো মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল বের হয়ে আসলে মটরশুঁটি ও পনির টুকরো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এই পর্যায়ে 1কাপ দুধ ও পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষন ফুটতে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে আসলে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

মন্তব্যগুলি

Similar Recipes