মটন কষা (Mutton kosha recipe in bengali)

Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

#nsr #week3

নবমীতে যদি মটন কষা করা হয় তাহলে তো আর বেশী কিছু করার দরকার হয় না সাথে পোলাও , ফ্রাইড রাইস বা সাদা ধবধবে বাসমতি চালের ভাত।একদম জমে যাবে।যাদের ভালো লাগবে চেষ্টা করে দেখতে পারেন।

মটন কষা (Mutton kosha recipe in bengali)

#nsr #week3

নবমীতে যদি মটন কষা করা হয় তাহলে তো আর বেশী কিছু করার দরকার হয় না সাথে পোলাও , ফ্রাইড রাইস বা সাদা ধবধবে বাসমতি চালের ভাত।একদম জমে যাবে।যাদের ভালো লাগবে চেষ্টা করে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০গ্রামমটন
  2. ১ চা চামচ হলুদ
  3. ১টাবড় পেঁয়াজ বাটা
  4. ২টি ছোট এলাচ
  5. ১ চা চামচ জিরের গুঁড়া
  6. ৭-৮ টেবিল চামচসর্ষের তেল
  7. ১টাপেঁয়াজ কুচি ভাজা
  8. ১ চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. ১ চা চামচলঙ্কার গুঁড়ো
  10. ১ চা চামচআদাবাটা আর রসুনবাটা
  11. ১টি বড় এলাচ
  12. ২টিতেজপাতা
  13. ১টাদারচিনি কাঠি
  14. ১টালেবুর রস
  15. ৮-১০টা গোলমরিচ
  16. ২ চা চামচ টকদই
  17. ২ চা চামচঘি
  18. স্বাদমতোলবণ
  19. ২চা চামচপেঁপে বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো,জিরের গুঁড়া, লেবুর রস,লবণ, ঘি ২ চামচ দিয়ে ম্যারিনেট করতে হবে ৩-৪ ঘন্টার মতো।

  2. 2

    কড়াই তে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেঁজে নিতে হবে। এরমধ্যে বাটা মশলা দিয়ে কষাতে হবে। তারপর হলুদ গুঁড়ো,জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়ো,লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ম্যারিনেট করা মটন দিয়ে ভালো করে কষিয়ে টক দই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ই রান্না করতে হবে যাতে মা়ংস থেকে যে জল বেরোবে তাতেই মা়ংস সেদ্ধ হবে। আলাদা করে কোন জল দেবো না

  4. 4

    পুরো মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুড়া ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৫মিনিট।১চামচ গোলাপ জল ও কেওড়ার জল দেওয়া যেতে পারে। আজকে আমি দিই নি কিন্তু অন্য সময় দিই। তাহলেই রেডি মটন কষা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

মন্তব্যগুলি

Similar Recipes