চিকেন পকোড়া (Chicken Pakoda recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#onirban

বর্ষামুখর সন্ধ্যায় গরম গরম কফি বা চা এর সাথে পকোড়া সবারই খুব পছন্দের l এই চিকেন পকোড়া বাড়ির সবাইকে অথবা গেস্ট এলে চটপট বানিয়ে পরিবেশন করা যেতে পারে।

চিকেন পকোড়া (Chicken Pakoda recipe in Bengali)

#onirban

বর্ষামুখর সন্ধ্যায় গরম গরম কফি বা চা এর সাথে পকোড়া সবারই খুব পছন্দের l এই চিকেন পকোড়া বাড়ির সবাইকে অথবা গেস্ট এলে চটপট বানিয়ে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 200 গ্রামবোনলেস চিকেন
  2. 1 টি ছোট পেঁয়াজ ছোট টুকরো করে কাটা
  3. 4টেবিল চামচ বেসন
  4. 1টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  5. 1/8 চা চামচহলুদ গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  7. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  8. 1 টিডিমের সাদা অংশ
  9. প্রয়োজন মতধনেপাতা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. 2-3টেবিল চামচ জল
  12. প্রয়োজন মততেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটি মিক্সিং বোলে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কা, গরম মশলা গুঁড়ো, নুন, ডিমের সাদা অংশ, পেঁয়াজ ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। জল মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

  2. 2

    চিকেন ছোট টুকরো করে কেটে এই ব্যাটারে মিশিয়ে দিন। এইভাবে চিকেন ফ্রিজে রেখে দিন অন্তত এক ঘন্টা ম্যারিনেট করতে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল ভালো করে গরম করুন। মিডিয়াম ফ্লেমে চিকেন পকোড়া দুই দিক বাদামি করে ডিপ ফ্রাই করুন। পকোড়া কিচেন টিস্যু তে রাখুন অতিরিক্ত তেল শুষে নিতে।

  4. 4

    পছন্দ মত চাটনি বা সস সহযোগে গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes