ঠেকুয়া (Thekua recipe in bengali)

Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata

ছটপূজা উপলক্ষে এই রেসিপিটি প্রধানত তৈরি করা হয়। এইভাবে তৈরি করলে দারুণ খাস্তা আর সুন্দর হবে।

ঠেকুয়া (Thekua recipe in bengali)

ছটপূজা উপলক্ষে এই রেসিপিটি প্রধানত তৈরি করা হয়। এইভাবে তৈরি করলে দারুণ খাস্তা আর সুন্দর হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30মিনিট
10 জনের জন্য
  1. 3 কাপআটা
  2. 3টেবিল চামচ সুজি
  3. 3+1/2 টেবিল চামচ ঘি
  4. 1/2-3/4 কাপগুঁড়ো চিনি
  5. 3 টিবড় এলাচের দানা গুঁড়ো
  6. 1 টিশুকনো নারকেল
  7. 1টেবিল চামচ সাদা তিল
  8. প্রয়োজন মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30মিনিট
  1. 1

    নারকেলের পেছনের কালো অংশটা বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নিন।
    একটি পাত্রে আটা, সুজি, 2+1/2 টেবিল চামচ ঘি ভালো করে মিশিয়ে নিন। এবার গুঁড়ো চিনি, নারকেল কুচি, বড় এলাচ গুঁড়ো, সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে একটি সেমি হার্ড ডো বানিয়ে নিন (সুজিতে জল টানবে তাই খুব শক্ত করে মাখবেন না)। তারপর 15 মিনিট একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিন।

  2. 2

    আবার ভালো করে মেখে নিন। ছাঁচে অল্প ঘি লাগান। কিছুটা করে ডো নিয়ে একটু মোটা ও গোল করে ছাঁচে ছাপ তুলে রাখুন। এভাবে সবগুলো গড়ে নিন।

  3. 3

    কড়াইতে তেল দিন। ভালো করে গরম হলে গ্যাস কমিয়ে, তেলের গরমভাব কমিয়ে একটি একটি করে ঠেকুয়া ছাড়ুন। কম-মাঝারি আঁচে ভেজে নিন। 1-1&1/2 মিনিট অন্তর উল্টে পাল্টে দিন। এভাবে সবগুলো লালচে করে ভেজে তুলুন। ঠান্ডা করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন বা পরিবেশন করুন বা কৌটোতে ভরে রাখুন আর প্রয়োজন মতো বের করে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata
I love cooking. Want to learn more cooking recipes.
আরও পড়ুন

মন্তব্যগুলি (3)

Auli Kar Raha (অলি কর রাহা)
Auli Kar Raha (অলি কর রাহা) @AuliRaha
খুব সুন্দর। আমিও বানালাম তোমার পদ্ধতি দেখে।

Similar Recipes