পনির ভাপা (Paneer bhapa recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#KRC2
#Week2
রান্নাঘর চ্যালেঞ্জে ,আমি শূন্যস্থান পূরণ করে ,বেছে নিয়েছি পনির ভাপা।এটি একটি অতি জনপ্রিয় রেসিপি।যারা নিরামিষ খেয়ে থাকেন তাদের জন্যে এটি খুব ভালো একটি রেসিপি।

পনির ভাপা (Paneer bhapa recipe in Bengali)

#KRC2
#Week2
রান্নাঘর চ্যালেঞ্জে ,আমি শূন্যস্থান পূরণ করে ,বেছে নিয়েছি পনির ভাপা।এটি একটি অতি জনপ্রিয় রেসিপি।যারা নিরামিষ খেয়ে থাকেন তাদের জন্যে এটি খুব ভালো একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট।
২ জন।
  1. ১৫০ গ্রাম পনির
  2. ১/২ চা চামচসাদা সর্ষে
  3. ১/২ চা চামচ পোস্ত
  4. ১ চা চামচ নারকেল কুড়ো
  5. ৪ টি কাজু বাদাম
  6. ৩ টি কাঁচা লঙ্কা
  7. স্বাদমতোনুন
  8. ১/২ চা চামচচিনি
  9. পরিমান মতো জল
  10. ১ চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট।
  1. 1

    প্রথমে পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে।আর মিক্সিতে পেস্ট করে নিতে হবে,সরষে,পোস্ত,নারকেল ও লঙ্কা।একদম মিহি করে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবার একটি টিফিন বক্সে পেস্ট করে নেওয়া সব রাখতে হবে।তাতে পরিমান মতো নুন ও চিনি মিশিয়ে নিতে হবে এড করতে হবে সামান্য জল।একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে।এর পর টুকরো করে রাখা পনিরের টুকরো গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর মেখে রাখা পনিরের টিফিন বক্সটি চাপা দিয়ে ঠিকমতো বসিয়ে দিতে হবে।তার পর কড়া টা ও চাপা দিয়ে দিতে হবে।ঠিক ১০ মিনিট পরে গ্যাস অফ করে দিতে হবে।আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।ঠান্ডা হয়ে গেলে বক্স খুলে প্লেটিং করে গরম ভাতে পরিবেশন করতে হবে। দারুন স্বাদের হয় বন্ধুরা সবাই একবার করে দেখবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes