ক্রিসমাস চকলেট কেক(Christmas Chocolate Cake recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#KBC8
#week8

এটি এগলেস কেক আর গ‍্যাসে বানিয়েছি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ২কাপময়দা
  2. ১/২কাপবাটার
  3. ১কাপদুধ
  4. ১কাপকোকো পাউডার
  5. ১ চা চামচ ভ‍্যানিলা এসেন্স
  6. ১কাপচিনি গুঁড়ো
  7. ১চা চামচবেকিং পাউডার
  8. ১/৪চা চামচবেকিং সোডা
  9. পরিমাণ মতকাজু-কিসমিস সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা পাত্রে বাটার, চিনি, ভ‍্যানিলা এসেন্স, দুধ সব একসাথে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    আরেকটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছু মিশিয়ে নিতে হবে।

  3. 3

    শুকনো জিনিস গুলোর উপর লিকুইড জিনিস গুলো ঢেলে দিতে হবে।এবার ভালো ভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে।

  4. 4

    গ‍্যাসে একটা পাত্র ঢাকা দিয়ে ফ্রিহিট হতে দিতে হবে।আর যে পাত্রে কেক তৈরী হবে সেখানে একটু তেল মাখিয়ে বেকিং পেপার লাগিয়ে কেক এর ব‍্যাটার ঢেলে দিতে হবে।উপরে কাজু, কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে হবে।

  5. 5

    ফ্রি হিট পাত্রে একটা খাবার রাখার স্ট‍্যান্ড রেখে কেক এর বাটি তা বসিয়ে ঢাকা দিয়ে ৪৫-৫০মিনিট রাখতে হবে।এবার ঢাকা খুলে কেক টা একটা টুটপিক বা ছুরি দিয়ে চেক করে নিতে হবে।চকলেট কেক তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes