গাজরের হালুয়া জার (Gajar halwa Jar recipe In Bengali)

Shrabanti Banik
Shrabanti Banik @cook_26765123
Noida extension, Gaur city. UP

#wd3
শীতকালীন মিষ্টি আমাদের সবার খুব পছন্দের। তার মধ্যেই একটি অন্যতম হলো গাজরের হালুয়া। এটি উপর ভারতের খুব জনপ্রিয় মিষ্টি। আমি একটু অন্য রকম ভাবে বানালাম। শাহী টুকরা গাজরের হালুয়া জার।

গাজরের হালুয়া জার (Gajar halwa Jar recipe In Bengali)

#wd3
শীতকালীন মিষ্টি আমাদের সবার খুব পছন্দের। তার মধ্যেই একটি অন্যতম হলো গাজরের হালুয়া। এটি উপর ভারতের খুব জনপ্রিয় মিষ্টি। আমি একটু অন্য রকম ভাবে বানালাম। শাহী টুকরা গাজরের হালুয়া জার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
2-3 জনের জন্য
  1. 1 কাপগাজর কুচি
  2. 2 কাপদুধ
  3. 1 কাপমিল্কমেড
  4. 1/2 কাপড্রাই ফুট কুচি
  5. 2 স্লাইসপাউরুটি
  6. 5 টেবিল চামচঘি
  7. 1 কাপচিনি
  8. 1 চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    প্রথমে একটা কড়াই এ ঘী গরম করে তাতে গাজরের কুচি দিয়ে ভালো করে ভেবে নিন। এবার দুধ দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিন । সীম আঁচে ঢাকা দিয়ে রেখে দিন।

  2. 2

    এবার একটু ঘন হয়ে এলে তাতে মিল্কমেড, এলাজ গুঁড়ো,ভালো করে মিশিয়ে নিন। ভালো করে ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করুন। এবার উপর দিয়ে ড্রাই ফুট কুচি ছড়িয়ে দিন।

  3. 3

    এবার একটা প্যান এ ঘী ভালো করে ব্রেড এ মাখিয়ে ভেজে নিন। এবার আর একটা নন্সিটক প্যান এ চিনি গরম করে পাতলা সিরা বানিয়ে নিন। ব্রেড গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।আপনার শাহী টুকরা তৈরী।

  4. 4

    এবার একটি ছোট জার এর মধ্যে প্রথমে কিছুটা গাজরের হালুয়া ঢেলে দিন। ওপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দিন। আর এক টুকরো শাহী টুকরা উপর থেকে বসিয়ে দিন। আপনার মিষ্টি জার তৈরী পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shrabanti Banik
Shrabanti Banik @cook_26765123
Noida extension, Gaur city. UP
https://youtu.be/uAMrU9mYLvg
আরও পড়ুন

Similar Recipes