লাবড়া (Labra recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#FFW
#week1
#বসন্ত পঞ্চমী
আমি লাবড়া রেসিপি বেছে নিয়েছি।

লাবড়া (Labra recipe in Bengali)

#FFW
#week1
#বসন্ত পঞ্চমী
আমি লাবড়া রেসিপি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2-3 সারভিংস
  1. ২ টি আলু
  2. ১০০ গ্রাম শিম
  3. ৩ টি গাজর
  4. ১ বাটি থোড়
  5. ৫০ গ্রাম বিন্স
  6. ২ টি বেগুন
  7. ৩ টি মূলো
  8. ১০০ গ্রাম কুমড়ো
  9. ১ বাটি পুঁই শাক
  10. ২ চা চামচ জিরা গুঁড়ো
  11. ২ চা চামচ আদা বাটা
  12. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  13. ২ টি তেজপাতা
  14. ১ চা চামচ পাঁচফোড়ন
  15. ২ টি শুকনো লঙ্কা
  16. ১০০ গ্রামসর্ষের তেল
  17. ৫-৭ টি বড়ি
  18. ১ চা চামচ পাঁচফোড়ন
  19. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  20. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  21. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি গুলো একটু বড় বড় করে কেটে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে বুড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে। সবজি গুলো এক এক করে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার করায় আরো একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিতে হবে।সুন্দর গন্ধ বের হলে আদাবাটা একটু লবণ হলুদ জিরা গুঁড়ো দিয়ে কষাতে হবে।

  4. 4

    এবার ভেজে রাখা সবজি গুলো দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুঁইশাক ও থোর দিয়ে দিতে হবে ।স্বাদমতো লবণ,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ও প্রয়োজনে সামান্য হলুদ দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    ঢাকা দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে।

  6. 6

    এবার বড়ি গুলো দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর জল বের হয়ে আসবে এবং ওই জলে রান্নাটা হয়ে যাবে।

  7. 7

    নামানোর আগে ভাজা মশলা গুঁড়ো ও অল্প চিনি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  8. 8

    তৈরি হয়ে গেল সুস্বাদু লাবরা, যা খিচুড়ির সাথে খুব সুন্দর খেতে লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes