ফ্রেঞ্চ টোস্ট (french toast recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

ফ্রেঞ্চ টোস্ট (french toast recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  2. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  3. পরিমাণ মত কাজু কুচি
  4. ৬ স্লাইস পাউরুটি
  5. পরিমাণ মত ভ্যানিলা এসেন্স
  6. স্বাদ মত গুড়
  7. ৫-৬ ফোঁটা রসমালাই গোল্ড ফুড ফ্লেভার
  8. ১০ টি কেশর
  9. পরিমাণ মত ঘি
  10. ১ প্যাকেট লিকুইড দুধ
  11. ১/২ কাপ মিল্ক মেড
  12. ১/২ কাপ গুঁড়ো দুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    এক প্যাকেট দুধের থেকে এক কাপ দুধ রেখে জাল দিয়ে ক্রমশ ঘন করতে হবে। আর হাফ কাপের একটু কম মিল্ক মেড আর হাফ কাপ গুঁড়ো দুধ ও মিশিয়ে তারমধ্যে এলাচ গুঁড়ো ও কেশর দিয়ে রাবড়ি তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে বাকি লিকুইড দুধ,গুড়, ভ্যানিলা এসেন্স,রসমালাই গোল্ড ফুড ফ্লেভার,কর্নফ্লাওয়ার আর এক চামচ মিল্ক মেড একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    ব্রেড গুলোকে গ্লাস বা কুকি কাটার এর সাহায্যে গোল করে কেটে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে ব্রেড গুলোকে দুধের মিশ্রণ এ অল্প ডুবিয়ে তুলে নিয়ে ঘি মাখানো ফ্রাইং প্যান এ দুই পিঠ হালকা শেকে নিতে হবে।

  4. 4

    এবার একটা পাউরুটি নিয়ে তার ওপর রাবড়ি দিয়ে তারপর আরেকটা পাউরুটি স্যান্ডউইচ এর মতন চাপা দিয়ে ওপরে কাজু ও ইচ্ছামত ড্রাই ফুটস,গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রসমালাই ফ্রেঞ্চ টোস্ট ফিলড উইথ কেশর রাবড়ি।

  5. 5

    এক প্যাকেট দুধের থেকে এক কাপ দুধ রেখে জাল দিয়ে ক্রমশ ঘন করতে হবে। আর হাফ কাপের একটু কম মিল্ক মেড আর হাফ কাপ গুঁড়ো দুধ ও মিশিয়ে তারমধ্যে এলাচ গুঁড়ো ও কেশর দিয়ে রাবড়ি তৈরি করে নিতে হবে।

  6. 6

    এবার একটি পাত্রে বাকি লিকুইড দুধ,গুড়, ভ্যানিলা এসেন্স,রসমালাই গোল্ড ফুড ফ্লেভার,কর্নফ্লাওয়ার আর এক চামচ মিল্ক মেড একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    ব্রেড গুলোকে গ্লাস বা কুকি কাটার এর সাহায্যে গোল করে কেটে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে ব্রেড গুলোকে দুধের মিশ্রণ এ অল্প ডুবিয়ে তুলে নিয়ে ঘি মাখানো ফ্রাইং প্যান এ দুই পিঠ হালকা শেকে নিতে হবে।

  8. 8

    এবার একটা পাউরুটি নিয়ে তার ওপর রাবড়ি দিয়ে তারপর আরেকটা পাউরুটি স্যান্ডউইচ এর মতন চাপা দিয়ে ওপরে কাজু ও ইচ্ছামত ড্রাই ফুটস,গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রসমালাই ফ্রেঞ্চ টোস্ট ফিলড উইথ কেশর রাবড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes