এঁচোড়ের কোফতা কারি(Enchorer kofta curry recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

এঁচোড়ের কোফতা কারি(Enchorer kofta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2এঁচোড় কুচি করে কাটা
  2. 2 টোটমেটো
  3. 1 টাপেঁয়াজ
  4. 1 টাআলু
  5. 1টেবিল চামচ আদা রসুন কুচি
  6. 1 মুঠোকাজুবাদাম ও কিসমিস
  7. 1টেবিল চামচ পোস্ত দানা
  8. 1 চা চামচসা জিরা
  9. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  10. 1.5টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  11. 1 কাপটকদই
  12. 1 টাতেজপাতা
  13. 1 টাশুকনো লঙ্কা
  14. 5-6 টাগোটা গরম মশলা
  15. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  16. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  17. স্বাদ মতনুন ও চিনি
  18. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    এঁচোড়ও আলু টুকরো করে কেটে সিদ্ধ করে নিন। একটি পাত্রে এগুলো চটকে নিন এবং নুন হলুদ ও কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন

  2. 2

    বেশ খানিকটা তেল গরম করে তাতে ঐ মিশ্রণ দিয়ে ছোট ছোট বল বানিয়ে কোফতা ভালো করে ভাজুন এবং তুলে রাখুন

  3. 3

    এবার কাজুবাদাম ও পোস্তদানা দিয়ে শুকনো খোলায় ভেজে নিন এবং টমেটো আদা রসুন কুচি দিয়ে বেটে পেষ্ট করে রাখুন

  4. 4

    কড়াইয়ে তেল গরম করুন তাতে গোটা গরম মসলা তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়েকড়াইয়ে তেল গরম করুন তাতে গোটা গরম মসলা তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে

  5. 5

    এবারে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন এবং এতে নুন হলুদ মিশিয়ে নিন।পেঁয়াজ লালচে হয়ে গেলে বেটে রাখা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিন

  6. 6

    মসলা ভাজা হয়ে তেল বেরিয়ে এলে আঁচ কমিয়ে টক দই ভালো করে ফেটিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিন

  7. 7

    মশলা ভালো করে ভাজুন এবং জল দিয়ে ফুটতে দিন, কোফতা দিয়ে দিন নুন চিনি মিশিয়ে নিন।ঘি ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty

মন্তব্যগুলি

Similar Recipes