চিংড়ির মালাইকারি (ভজহরি মান্নার স্পেশাল) (chingrir malai curry recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#wr
আজ আমি আমার মনের মত একটি রেসিপি তৈরী করেছি | সেটি হ'ল কলকাতার বিখ্যাত ভজহরি মান্নার রেস্টুরেন্ট এর স্পেশাল চিংড়ির মালাইকারি ।এটি দেখতে যত সুন্দর ,খেতে ও ততোটা লোভনীয়| যারা কলকাতা থেকে দূরে থাকো , অথচ ভজহরি মান্নার এই রেসিপির স্বাদ বাড়িতেই পেতে চাও, তাদের জন্যই আমার এই রেসিপি বানানোর উদ্যোগ | এই রান্নাটির বিশেষত্ব হল এখানে চিংড়ি না ভেজেই কাঁচা অবস্থায় রান্না করা হয় ৷যা সত্যিই চমৎকার স্বাদের হয়ে থাকে |

চিংড়ির মালাইকারি (ভজহরি মান্নার স্পেশাল) (chingrir malai curry recipe in Bengali)

#wr
আজ আমি আমার মনের মত একটি রেসিপি তৈরী করেছি | সেটি হ'ল কলকাতার বিখ্যাত ভজহরি মান্নার রেস্টুরেন্ট এর স্পেশাল চিংড়ির মালাইকারি ।এটি দেখতে যত সুন্দর ,খেতে ও ততোটা লোভনীয়| যারা কলকাতা থেকে দূরে থাকো , অথচ ভজহরি মান্নার এই রেসিপির স্বাদ বাড়িতেই পেতে চাও, তাদের জন্যই আমার এই রেসিপি বানানোর উদ্যোগ | এই রান্নাটির বিশেষত্ব হল এখানে চিংড়ি না ভেজেই কাঁচা অবস্থায় রান্না করা হয় ৷যা সত্যিই চমৎকার স্বাদের হয়ে থাকে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ চিংড়ি
  2. ২টি তেজপাতা
  3. ২টি ছোট এলাচ
  4. ২টি লবঙ্গ
  5. ১ টা গাঁট দারুচিনি
  6. স্বাদ মতনুন
  7. প্রয়োজন মতসর্ষের তেল
  8. ২ চা চামচ আদাবাটা
  9. ৪চা চামচ পেঁয়াজবাঁটা
  10. ২ চা চামচ রসুন বাঁটা
  11. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচ চিনি
  13. ২ চা চামচ টমেটো পেস্ট
  14. ২ চা চামচ টকদই
  15. ২ চা চামচ ঘি
  16. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ নারকেলের দুধ /পেস্ট
  18. ৪-৫টা চেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে | অন্তত ৩০মিনিট ম্যারিনেট করা দরকার |

  2. 2

    প্যানে ৬-৭ চা চামচ সঃ তেল দিয়ে ২টা তেজপাতা,গোটা গরম মশলা থেঁতো করে ফোঁড়ন দিয়ে ৪ চা চামচ পেঁয়াজ বাটাদিতে হবে | ভাজা হলে নুন, ও হলুদ দিতে হবে |

  3. 3

    এবার ২ চা চামচ আদাবাঁটা দিয়ে কষাতে হবে ৷তারপর ২ চা চামচ রসুন পেস্টদিয়ে আবার মশলা কষাতে হবে। এবার দিতে হবে ১ চা চামচ চিনি| তারপর নাড়াচাড়া করে ২ চা চামচ টমেটো পেস্ট দিয়ে কষাতে হবে |

  4. 4

    এরপর দিতে হবে ১ চা চামচ কাশ্মিরী লংকাগুড়া, তারপর আঁচ কমিয়ে আবার কষানো হলে জল ঝরানো ২ চা চামচ টকদই ফেটিয়ে কষাতে হবে | এবার দিতে হবে ২ চা চামচ ঘি, এবার নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলি দিতে হবে |

  5. 5

    মাছ কষানো হলে সাবধানে উল্টে আবার কষাতে হবে, এবার দিতে হবে ১/২ খানা নারকেলের দুধ /নারকেল পেস্ট, এবার ঢাকা দিয়ে ৪-৫টা চেরা কাঁচালংকা ছড়িয়ে আবারো একটু ঢেকে দিতে হবে ।৫মিনিট পর ঢাকা খুলে তৈরী হয়ে যাবে সুস্বাদু ভজহরি মান্নার স্টাইলে স্পেশাল চিংড়ির মালাইকারি | এবার রাইস /ভাত/পরোটার সাথে এটি গরম গরম পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি (6)

Sanchita Das(Titu)
Sanchita Das(Titu) @sanchita253
খুব ভালো হয়েছে।
আমি করেছি ।
টমেটো পড়া দিয়ে চিংড়ি

Similar Recipes