নিরামিষ দলিয়ার খিচুড়ি (Daliya khichuri recipe in bengali)

Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

#wr

খিচুড়ি রেসিপি / ডালিয়া ও মুগ ডালের খিচুড়ি

নিরামিষ দলিয়ার খিচুড়ি (Daliya khichuri recipe in bengali)

#wr

খিচুড়ি রেসিপি / ডালিয়া ও মুগ ডালের খিচুড়ি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ কাপদলিয়া
  2. ১ কাপ মুগ ডাল
  3. ৪ টুকরো আলু
  4. ৪ কোয়া ফুলকপি
  5. ১/২ কাপ পছন্দ মত সব্জী টুকরো
  6. ৪ টেবিল চামচ বাদাম ভাজা
  7. ১ টেবিল চামচ ঘি
  8. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  9. ১ টেবিল চামচ আদা বাটা
  10. ৪ টেবিল চামচ টমেটো পিউরি
  11. ২ +২টি তেজপাতা ও শুকনো লঙ্কা
  12. ১ +১চা চামচ হলুদ ও কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. ১ চা চামচ জিরে ভাজা গুঁড়ো
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ১ টেবিল চামচচিনি
  17. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মুগ ডাল শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে ডালিয়া ও মুগ ডাল সামান্য নুন মিশিয়ে কুকারে ৩ টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে ফুলকপি নুন ও সামান্য হলুদ মিশিয়ে ভেজে নিতে হবে তারপর অবশিষ্ট তেলে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ও বাকি সমস্ত সব্জী ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    সব্জী ভাজার সময় হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, আদা বাটা, টমেটো পিওরি দিয়ে কষিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডাল ও ডালিয়া মিশিয়ে পরিমান মত জল দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন।

  4. 4

    সব্জী ও ডালিয়া ভালো করে মিশে গেলে ভেজে রাখা ফুলকপি, ভাজা বাদাম, চিনি, গরম মসলা ও ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করে ঘি মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেলো ডালিয়ার খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

Similar Recipes