ঘুগনি মটর (ghugni matar recipe in Bengali)

Sanchita Das(Titu)
Sanchita Das(Titu) @sanchita253

রুটি বা লুচি
খুব সুস্বাদু একটি রেসিপি
সকলের জলখাবারের জন্য খুব সুন্দর।

ঘুগনি মটর (ghugni matar recipe in Bengali)

রুটি বা লুচি
খুব সুস্বাদু একটি রেসিপি
সকলের জলখাবারের জন্য খুব সুন্দর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ থেকে ৪ জন
  1. ২oo গ্রাম মটর
  2. ১ টা বড় পেঁয়াজ কুচি
  3. ১ টা মাঝারি টমেটো কুচি
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  7. ফোঁড়নের জন্য
  8. ১ টা শুকনো লঙ্কা
  9. ১ টা তেজপাতা
  10. ১/২ চা চামচ জিরে
  11. ২ চা চামচ কসুরি মেথি
  12. ১ টা ছোটসাইজের আলু পিস পিস করে কেটে নিতে হবে
  13. ২ টেবিল চামচ তেঁতুল জল
  14. ১/২ চা চামচ চিনি
  15. ২ টো কাঁচা লঙ্কা চেরা
  16. ২ চা চামচ সাদা তেল
  17. ১/২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মটর আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে (৭-৮ghanta)

  2. 2

    রান্নার আগে পেসার কুকারে ৬ থেকে৭ বার সিটি দিয়ে নিতে হবে।

  3. 3

    পেসার কুকার থেকে বের করে জল ঝরিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়াই তে তেল দিয়ে একটু আলু ভেজে নিতে হবে।

  5. 5

    এবার কড়াই তে ফোড়ন দিয়ে পেয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে।

  6. 6

    ২ মিনিট পরে সব বাটা মসলা দিয়ে, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মটর দিয়ে ভালো করে ক সাতে হবে।

  7. 7

    আলু দিয়ে একটু নাড়তে হবে, ভালো করে ক শা নো হলে, দেখতে হবে।....
    এবার মসলা থেকে তেল ছাড়লে জল দিয়ে কাচা লঙ্কা চেরা দিয়ে ডেকে দিতে হবে।

  8. 8

    ৫ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেখতে হবে, মাখো মাখো হলো কিনা।

  9. 9

    এবার ক সৌরী মেথি দিয়ে একটু ভালো করে নেড়ে, তেতুঁল জল দিয়ে, আবার একটু নেড়ে ঢেকে রাখতে হবে। গ্যাস অফ করে দিতে হবে।

  10. 10

    এবার একটা পাত্রে নামিয়ে গরম গরম রুটি বা লুচি এর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das(Titu)
Sanchita Das(Titu) @sanchita253
Myself Sanchita Das. Being an assistant teacher , cooking has always been my passion....when i get tired after all day's work, cooking refreshes my mind and it is actually my stress booster . ❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes