ছানার ডালনা(Chanar dalna recipe in Bengali)

Riya Chatterjee
Riya Chatterjee @Chatterjee_r22

ছানার ডালনা(Chanar dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ লিটার দুধের ছানা
  2. ২টো আলু
  3. ১ চা চামচ গরম মসলা গুঁড়া
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ টা পেঁয়াজ কুচি
  6. ১ চা চামচ রসুন কুচি
  7. ১টা টমেটো
  8. ১.৫ টেবিল চামচ ধনে জিরা গুঁড়ো
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ জিরা
  12. ১ টা তেজপাতা
  13. ১ টা শুকনো মরিচ
  14. স্বাদ মতনুন ও চিনি
  15. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছানা ভাল করে হাতের চেটো দিয়ে ঘষে নিন এতে নুন গরম মসলা গুঁড়া দিয়ে মেখে নিন

  2. 2

    পরিমাণ মত তেল গরম করে তাতে ছানার মিশ্রন দিয়ে বড়া ভেজে তুলে রাখুন

  3. 3

    জে পরিমাণ ঝোল রাখতে হবে তার চেয়ে ১/২ কাপ জল বেশি নিয়ে ঐ জলে সামান্য নুন দিয়ে গরম করে ছানার বড়া গুলো ভিজিয়ে রাখুন

  4. 4

    তেলে জিরা, তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দিন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন।আলু দিয়ে নুন হলুদ গুঁড়া দিয়ে দিন

  5. 5

    সব মসলা দিয়ে কষিয়ে নিন, টমেটো দিয়ে কষিয়ে জল দিয়ে ফুটতে দিন,ঝোল ঘন হলে ছানার বড়া দিয়ে দিন এবং চিনি ও গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Chatterjee
Riya Chatterjee @Chatterjee_r22

মন্তব্যগুলি

Similar Recipes