আন্ডা আইস কিউব মোমো (anda ice cube momo recipe in Bengali)

Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

আন্ডা আইস কিউব মোমো (anda ice cube momo recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
6 জন
  1. 1 কাপময়দা
  2. 1/2 কাপআটা
  3. 1 কাপবাঁধাকপি মিহি করে কুচোন
  4. 1/2 কাপগাজর কুচি
  5. 4 টেকাঁচালঙ্কার কুচি
  6. 1টেবিল চামচ আদা গ্রেট করা
  7. 50 গ্রামপনির গ্রেট করা
  8. 1 টাসিদ্ধ করা ডিম গ্রেট করা
  9. প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল
  10. 1টেবিল চামচ বাটার
  11. 1 চা চামচভিনিগার
  12. 1 টিআইসকিউব ট্রে
  13. 4টেবিল চামচ টমেটো সস
  14. 2টেবিল চামচ সুইট চিলি সস
  15. 1 কিউবচীজ

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপি আর গাজর এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন এবং একটি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিন যাতে সবজি থেকে সব জল বেরিয়ে যায়।

  2. 2

    এই বার একটি পাত্রে ময়দা,আটা,1 চা চামচ লবণ ও সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিন আটা ও ময়দার সাথে,এর পর ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো বানান ও ডো এর উপরে তেল বুলিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিন।

  3. 3

    এবার বাঁধাকপি ও গাজর কে খুব চিপে চিপে জল বের করে তুলে রাখুন ।ঐ জল ঝরানো গাজর ও বাঁধাকপি তে ডিম ও পনির গ্রেট করে দিন,আর দিন কাঁচালঙ্কা ও আদা,সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিন,শেষ কালে বাটার দিয়ে ঢাকা দিয়ে রাখুন।

  4. 4

    এবার আইস কিউব ট্রে তে ভালো করে তেল ব্রাশ করে নিন

  5. 5

    এই বার ময়দার ডো টি সমান 2 টুকরো করে কেটে নিন ।তারপর ময়দা ছিটিয়ে লম্বা ও পাতলা করে বেলে নিয়ে আইস ট্রে তে বিছিয়ে দিয়ে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে ট্রের ভিতরে ঢুকিয়ে দিন এবং একটা টুথপিক দিয়ে অল্প করে ফুটো করে দিন

  6. 6

    এবার প্রথমে সস তার উপর চিজ তার উপরে বাঁধাকপির মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গর্ত গুলো ভোরে দিন আর সাইডের এক্সট্রা ময়দা গুলো ছুরির সাহায্যে কেটে দিন

  7. 7

    ঠিক এক ই ভাবে বাকি ময়দা র লেচি টা লম্বা ও পাতলা করে বেলে নিয়ে উপরে ঢাকা দিন আর এক্সট্রা ময়দা একটা ছুড়ির সাহায্যে কেটে দিন ও হাত দিয়ে ভালো করে সাইড গুলো চেপে দিন

  8. 8

    এবার উনুনে করাই বসিয়ে পর্যাপ্ত পরিমান জল দিন তারপর একটি স্ট্যান্ড বসিয়ে ট্রে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেম এ 7 মিনিট মতো স্টিম করে নিন।

  9. 9

    7 মিনিট পর উনুন বন্ধ করে আরো 5 মিনিট রেখে দিন তারপর একটা টুথপিক দিয়ে আস্তে আস্তে সাইড গুলো ছাড়িয়ে দিন আর আস্তে করে একটি পাত্রে উল্টে দিন ।

  10. 10

    উপর থেকে সস দিয়ে ভেজিটেবল সুপ এর সাথে গরম গরম পরিবেশন করুন ভেজ আন্ডা আইসকিউব মোমো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

Similar Recipes