মুড়িঘন্ট (Muri ghonto Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#FF3
ভাইফোঁটা উপলক্ষে বানিয়েছিলাম, খব সহজ পদ্ধতিতে, এবং পেঁয়াজ ,রসুন ছাড়া

মুড়িঘন্ট (Muri ghonto Recipe In Bengali)

#FF3
ভাইফোঁটা উপলক্ষে বানিয়েছিলাম, খব সহজ পদ্ধতিতে, এবং পেঁয়াজ ,রসুন ছাড়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
১০ জন
  1. ১ টা বড় কাতলা মাছের মাথা
  2. ২০০ গ্ৰাম গোবিন্দ ভোগ চাল
  3. ৪টে কাঁচা লঙ্কা চ়েঁরা
  4. স্বাদ মতনুন ও চিনি
  5. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচভাজা মশলা
  9. পরিমাণ মতগোটা গরম মশলা
  10. ১/২ চা চামচ জিরে ফোঁড়নের জন্যে
  11. ২চা চামচ ঘি
  12. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে চাল ধুয়ে ১/২ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝড়িয়ে নিয়েছি

  2. 2

    মাথায় নুন,হলুদ ও ১চামচ আটা মাখিয়ে ১০মিনিট রাখতে হবে।

  3. 3

    এবার মাছের মাথার টুকরো গুলো ভেজে নিয়ে ঐ তেলের মধ্যে ২চামচ ঘি দিয়ে জিরে,গোটা গরমমশলা ও শুখনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল দিয়ে অল্প আঁচে ২মিনিট মতো ভাজতে হবে

  4. 4

    এর মধ্যে হলুদ গুড়ো, কাশ্মীরী লঙ্কা গুড়ো ও জিরে গুড়ো দিয়ে আরও মিনিট খানেক ভেজে নিতে হবে

  5. 5

    এবার ভাজা মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে চালের দ্ধিগুন জল দিয়ে নাড়াচাড়া করে নুন,১/২চামচ চিনি দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  6. 6

    ৫ -৭ মিনিট পরে ঢাকা খুলে নাড়িয়ে জল শুখিয়ে এলে ভাজা গুড়ো মশলা ছড়িয়ে আরোও মিনিট ২-৩মিনিট মতো নাড়াচাড়া করে গ‍্যাস বন্ধ করে ১/২ঘন্টা রাখতে হবে।

  7. 7

    এবার গরম গরম পরিবেশন করুন, খেতে দারুন টেষ্টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes