ধনেপাতা দিয়ে বাঁধাকপির ঘন্ট(dhonepata diye bandhakopi ghonto recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

ধনেপাতা দিয়ে বাঁধাকপির ঘন্ট(dhonepata diye bandhakopi ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২-১৫ মিনিট
৩-৪ জন
  1. ১ টি (৭০০-৮০০ গ্ৰাম) গোটা বাঁধাকপি
  2. ২ টি মাঝারি আলু
  3. ২ টেবিল চামচ জিরা বাটা
  4. ২-৩ টেবিল চামচ আদা বাটা
  5. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১ চা চামচ চিনি
  7. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ৫-৬ টেবিল চামচ সর্ষের তেল
  10. ২-৩ টি কাঁচা লঙ্কা চেরা
  11. ৩-৪ টি তেজপাতা টুকরো করা
  12. ৩-৪ টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. ১/২ টেবিল চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার
  14. ফোঁড়নের জন্য
  15. ১ চা চামচ গোটা জিরে
  16. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  17. ১/২ শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১২-১৫ মিনিট
  1. 1

    বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে হালকা ভাঁপ দিয়ে নিন এবং আলু ছক্কা করে কেটে ধুয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে এবং কড়াই তে তেল গরম করে তাতে ফোঁড়ন দিয়ে আলু বাদামি রঙের করে ভেজে নিতে হবে।

  2. 2

    তারপর তার মধ্যে জীরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ চিনি দিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে ৩/৪ মিনিট মিডিয়াম হিটে।

  3. 3

    তারপর তার মধ্যে বাঁধাকপি দিয়ে দিন ও সামান্য জল দিয়ে কষিয়ে ৪/৫ মিনিট ঢেকে রাখুন মিডিয়াম হিটে তার আগে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা ও তেজপাতা দিয়ে দিন।

  4. 4

    সময়ের শেষে একটু ময়দা গুলে দিয়ে দিন ও ধনেপাতা কুচি ছড়িয়ে মাখামাখা হলে নামিয়ে নিন। এভাবেই তৈরী হয়ে যাবে ধনেপাতা দিয়ে বাঁধাকপির ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes