সর্ষে পার্শে (shorshe parshe recipe in Bengali)

Bunai sen
Bunai sen @cook_18176774

সর্ষে পার্শে (shorshe parshe recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬৫০ গ্রাম পার্শে মাছ
  2. ৫০ গ্রাম সর্ষের তেল
  3. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  4. ৫০ গ্রাম গোটা সর্ষে
  5. ৩ চা চামচ নুন
  6. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ চা চামচ ধনেপাতা কুচি
  8. ২ চা চামচ ফেটানো টক দই
  9. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলোকে ভাল করে ধুয়ে এক চা চামচ করে নুন আর হলুদ মিশিয়ে রাখতে হবে। এরপর একটা পাত্রে প্রায় ৭৫ গ্রাম সরষের তেল নিয়ে মাছ গুলো ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার একটা মিক্সিতে গোটা সরষে অল্প জল দিয়ে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। এবার আরও কিছুটা জল মিশিয়ে ছাঁকনির সাহায্যে সেটা ছেঁকে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে বাকি সরষের তেল টা নিয়ে গোটা সরষে আর কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে তার মধ্যে ওই ছাঁকা সরষের এর জলটা ঢেলে দিতে হবে।এর মধ্যে নুন আর হলুদ মেশাতে হবে।

  4. 4

    এর মধ্যে ফেটানো টক দই ও ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটতে দিতে হবে। একটু ঘন হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা মাছ গুলো দিতে হবে।এইবার ভাতের সঙ্গে পরিবেশন এর পালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bunai sen
Bunai sen @cook_18176774

মন্তব্যগুলি

Similar Recipes