মুগ ডাল কচুড়ি (moong dal kachori recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#WW

মুগ ডাল কচুড়ি (moong dal kachori recipe in bengali)

#WW

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 400 গ্রামময়দা
  2. 100 গ্রামমুগ ডাল
  3. 2টেবিল চামচ বেসন
  4. 11/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  5. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  6. 1 চা চামচধনে গুঁড়ো
  7. 1/2 চা চামচহলুদ
  8. 1/2 চা চামচগোটা জিরা
  9. 1/2 চা চামচমৌরি
  10. সামান্যহিং
  11. 2 চা চামচঘি
  12. 2 চা চামচচিনি
  13. স্বাদ মতনুন
  14. পরিমাণ মত তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা, 1 চা চামচ চিনি, সামান্য নুন ও 2 চা চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে পরিমাণমতো জল দিয়ে মেখে একটু শক্ত ডো করতে হবে।

  2. 2

    মুগ ডাল প্রায় 3 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর জল ঝরিয়ে একটু দানা দানা করে পিষে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে 3 চা চামচ তেল দিয়ে তাতে গোটা জিরা ও মৌরি ফোড়ন দিয়ে গুড়ো মশলা গুলো ও হিং দিয়ে একটু নেড়ে বেসন দিয়ে ভালো করে নাড়তে হবে।

  4. 4

    বেসন মিশে গেলে পিষে রাখা মুগ ডাল দিয়ে ভালো করে নেড়ে চিনি ও নুন দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে শুকনো শুকনো করে নামাতে হবে।

  5. 5

    এবার ময়দার ডো থেকে ছোটো ছোটো লেবুর আকারে গুলি করে একটু বেলে নিয়ে মুগ ডালের পুর ভরে ময়দার মুখ বন্ধ করে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে।

  6. 6

    এবার কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে কচুড়ি গুলো দিয়ে কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে।

  7. 7

    একসাথে বেশি করে দেওয়া যাবে না, 3 4 টি করে দিয়ে ভাজতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes