চিংড়ি ও পোড়ানো সিমলা মরিচ সহ বেসিল পাস্তা

Priyanjali Joardar
Priyanjali Joardar @cook_8274704

#পাস্তা পুরানো শিমলা মরিচ ও বেশি সস এই রান্নাটি কে অতুলনীয় করে তোলে

চিংড়ি ও পোড়ানো সিমলা মরিচ সহ বেসিল পাস্তা

#পাস্তা পুরানো শিমলা মরিচ ও বেশি সস এই রান্নাটি কে অতুলনীয় করে তোলে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের জন্য
  1. 1 টিলাল শিমলা মরিচ
  2. 250 গ্রামড্রাম উইট পেনে পাস্তা
  3. 200 গ্রামচিংড়ি মাছ
  4. 1 টিমাঝারি পেঁয়াজ
  5. 2-3 টিরসুন কোয়া
  6. 2 টেবিল চামচগম
  7. 1 কাপসসের ঘনত্ব অনুযায়ী দুধ
  8. 2 টেবিল চামচমোজারেলা চিজ
  9. 1 টেবিল চামচছেডার চিজ
  10. 8-10 টিতাজা বেসিল পাতা
  11. 1 চা চামচকাল গোল মরিচ
  12. প্রয়োজন অনুযায়ীঅলিভ অয়েল
  13. স্বাদ মতনুন
  14. 1 চা চামচশুকনো বেসিল(ইচ্ছে অনুযায়ী)

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সিমলা মরিচ কে সরাসরি আঁচে ভালো করে দু দিক থেকে ঝলসে নিতে হবে

  2. 2

    ঠান্ডা হলে উপর থেকে পোড়া ছাল সরিয়ে বীজ ফেলে দিয়ে ভালো করে বেটে নিতে হবে

  3. 3

    চিংড়ি মাছ গুলোকে নুন গোলমরিচ মাখিয়ে 15 মিনিট রাখতে হবে

  4. 4

    প্যাকেটের নির্দেশ মত পেনে পাস্তা সেদ্ধ করে রাখতে হবে

  5. 5

    প্যানে তেল গরম করে তাতে চিংড়ি মাছ গুলোকে লালচে করে ভাজতে হবে ।এটা করতে 2-3 মিনিট সময় লাগবে। এবারে চিংড়ি মাছ গুলোকে সরিয়ে রাখতে হবে

  6. 6

    ওই একই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে এক মিনিট ভেজে রসুন কুচি দিতে হবে

  7. 7

    এবারে আটা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা আটার গন্ধ সরে যাচ্ছে

  8. 8

    এবারে লাল সিমলা মরিচ বাটা গোলমরিচ নুন ও শুকনো বেসিল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে

  9. 9

    একটু দুধ ঢেলে ভাল করে মিশিয়ে নিয়ে সস তৈরি করতে হবে

  10. 10

    এক মিনিট বাদে মোজারেলা ও ছেডার চিজ দিয়ে মিশিয়ে নিতে হবে

  11. 11

    ভাল করে মিশিয়ে নিয়ে চিংড়ি গুলো দিয়ে ওপর থেকে তাজা বেসিল পাতা ছিড়ে নিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।

  12. 12

    এবারে পাস্তা এই সসে মিশিয়ে ভালো করে নেড়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanjali Joardar
Priyanjali Joardar @cook_8274704

মন্তব্যগুলি

Similar Recipes