চিকেন চাপ

Deepsikha Chakraborty
Deepsikha Chakraborty @cook_14092070
Bangalore

#নটআউটঅফদ্যাবক্স মুঘল যখন বাংলায় আসে, এই খাবার এবং এরকম আরো কিছু খাবার তাদের সাথে নিয়ে আসে। মুঘল দের মুসলিম হেঁশেল থেকে এই খাবার বেরিয়ে আসে বাংলার রাস্তায় আর ছড়িয়ে পড়ে লোকেদের মধ্যে। বাঙালিরা চাপ খুব পছন্দ করে আর তখন থেকে শুরু হয় কলকাতায় বিভিন্ন চাপ বানানোর আর খাওয়ার প্রচলন। অনেক ধরণের চাপের মধ্যে চিকেন চাপ টি খুবই জনপ্রিয় আর এই জিনিস প্রতিটি বাঙালি বিরিয়ানি বা রুমালি রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে। সেরকমই সব চিকেন চাপ পাগল বাঙালিদের মধ্যে আমিও একজন।

চিকেন চাপ

#নটআউটঅফদ্যাবক্স মুঘল যখন বাংলায় আসে, এই খাবার এবং এরকম আরো কিছু খাবার তাদের সাথে নিয়ে আসে। মুঘল দের মুসলিম হেঁশেল থেকে এই খাবার বেরিয়ে আসে বাংলার রাস্তায় আর ছড়িয়ে পড়ে লোকেদের মধ্যে। বাঙালিরা চাপ খুব পছন্দ করে আর তখন থেকে শুরু হয় কলকাতায় বিভিন্ন চাপ বানানোর আর খাওয়ার প্রচলন। অনেক ধরণের চাপের মধ্যে চিকেন চাপ টি খুবই জনপ্রিয় আর এই জিনিস প্রতিটি বাঙালি বিরিয়ানি বা রুমালি রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে। সেরকমই সব চিকেন চাপ পাগল বাঙালিদের মধ্যে আমিও একজন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘন্টা
৩ জন এর জন্যে
  1. ম্যারিনেট করতে যা লাগবে:
  2. ৩ টে গোটা মুরগির ঠ্যাং (থাই সমেত)
  3. ৪ টেবিল চামচ কোরানো নারকেল
  4. ১/২ কাপ টক দই
  5. ৪ টেবিল চামচ পোস্ত বাটা
  6. ৪টেবিল চামচ চার মগজ বাটা
  7. ১/২ কাপ পেঁয়াজ বাটা
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ২টেবিল চামচ ছাতু
  10. ১চা চামচ শাহী গরম মশলা
  11. ১চা চামচ মরিচের গুড়ো
  12. ১ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুড়ো
  13. ১/২ চা চামচ চিনি
  14. ১ টেবিল চামচদুধে ভেজানো ১ চিমটি কেশর
  15. ১ টেবিল চামচ গোলাপ জল
  16. ১ টেবিল চামচ কেওড়া জল
  17. ১চা চামচনুন
  18. চিকেন চাপ বানাতে যা লাগবে:
  19. ৩ টেবিল চামচ সাদা তেল
  20. ৩ টেবিল চামচ সাদা ঘি
  21. ১/২ কাপ উষ্ণ গরম জল
  22. ১চা চামচ গোলাপ জল
  23. ১চা চামচকেওড়া জল
  24. ১ বড় চামচ গরম দুধ এ ভেজানো এক চিমটি কেশর
  25. প্রয়োজন মত নুন

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘন্টা
  1. 1

    চিকেন এর টুকরো গুলোর দুদিকে হালকা করে ছুরি দিয়ে কাটা দাগের মতো বসিয়ে দিতে হবে যাতে মারিনেশন টা ভেতর অব্দি যায়।

  2. 2

    এবার একটা বড় বাটিতে "ম্যারিনেট করতে যা লাগবে" সেকশন এ জাজা উপকরণ লেখা আছে সব একসাথে মিশিয়ে দিন খুব ভালো করে। ওই মিশ্রণ এ এবার চিকেনের টুকরো ঢেলে ভালো করে মেখে দিন। বাটিটা ঢেকে ফ্রীজে রেখে দিন গোটা রাতের জন্যে। পরের দিন রান্নার ১ ঘন্টা আগে বাটি টা বেরকরে নিন।

  3. 3

    এবার চাপ বানানোর পালা। একটা বড় প্যান এ ঘি আর সাদা তেল গরম করে নিন। প্যান তা এতটা বড় হতে হবে যাতে সবগুলো চিকেনের টুকরো একসাথে জায়গা হয়ে যায়।

  4. 4

    এবার, গরম তেল আর ঘি তে চিকেন এর টুকরো গুলো একএক করে ছাড়ুন। মধ্যম আঁচে ৫ মিনিট টুকরো গুলো হালকা করে ভেজে নিন।

  5. 5

    চিকেন ভাজা হয়ে গেলে, ম্যারিনেশনের মিশ্রণ টি তাতে ঢেলে দিন। প্রয়োজনমতো নুন মিশিয়ে ভালোকরে ঘেটে দিন। কিছুক্ষন ঘটার পর দেখবেন মিশ্রণটি তেল ছেড়ে দিচ্ছে। এবার জল ঢেলে দিন।

  6. 6

    প্যান এর ঢাকনা বন্ধ করে দিন আর কম আঁচে ২০ মিনিট রান্না হতে দিন। মধ্যে মধ্যে ঢাকনা খুলে একটু ঘেটে দিতে হবে যাতে মিশ্রণটি তলায় ধরে না যায়।

  7. 7

    ২০ মিনিট পর ঢাকনা তুলে তাতে কেওড়া জল, গোলাপ জল ও দুধে ভেজানো কেশর মিশিয়ে দিন। আগুন নিভিয়ে দিন।

  8. 8

    আপনার চিকেন চাপ এবার প্রস্তুত। বিরিয়ানি বা রুমালি রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Deepsikha Chakraborty
Deepsikha Chakraborty @cook_14092070
Bangalore
Food Enthusiast, Stylish, Photographer and Blogger. Love to travel and a movie buff.My Blog: http://whenabongcooks.com/Instagram: https://www.instagram.com/when_a_bong_cooks/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes