শাওজি মাটন কারি

Jaya Mukherjee
Jaya Mukherjee @cook_16182991

এটি নাগপুরের একটি অত্যন্ত জনপ্রিয় পদ। এটিকে রুটি/ পরোটা/ বিরিয়ানি জাতীয় খাবারের সাথে পরিবেশন করা হয়।

শাওজি মাটন কারি

এটি নাগপুরের একটি অত্যন্ত জনপ্রিয় পদ। এটিকে রুটি/ পরোটা/ বিরিয়ানি জাতীয় খাবারের সাথে পরিবেশন করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৬ জনের জন্য
  1. ১ কেজি রেওয়াজি মাটন
  2. ৩ বড় চামচ টকদই
  3. ২ বড় চামচ আদা ও রসুন বাটা
  4. ৪ বড় চামচ শাওজি মশালা বাটা
  5. পরিমাণ মত হলুদ গুঁড়ো
  6. স্বাদমত নুন
  7. স্বাদমতস্বাদমত চিনি
  8. পরিমাণ মত সরষের তেল
  9. ২ বড় চামচ গাওয়া ঘি
  10. শাওজি মশালার উপকরণ :
  11. ২ চা চামচ ধনে
  12. 1/2 চা চামচ জিরে
  13. ৫ টি ছোট এলাচ
  14. ৪ টি লবঙ্গ
  15. ১ স্টিক দারচিনি
  16. ২ টি তেজপাতা
  17. ২ চা চামচ গোবিন্দভোগ চাল
  18. ১ চা চামচ মটর ডাল
  19. ৩ চা চামচ শুকনো নারকেল
  20. ১/২ চা চামচ গোলমরিচ
  21. ৩ টি কাশ্মীর লংকা
  22. ৪ টি শুকনো লংকা
  23. ২ টি বড় এলাচ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝড়িয়ে নুন দিয়ে প্রেসারে ৬০ ভাগ সেদ্ধ করতে হবে।

  2. 2

    কড়াইতে পরিমাণ মত তেল ও ঘি একসাথে দিয়ে তাতে আদা রসুন বাটা দিতে হবে এবং মাঝারি আঁচে ভাজতে হবে।

  3. 3

    এরপর ওর মধ্যে একে একে পিঁয়াজ বাটা ও শাওজি মশালা বাটা এবং মাটনের পিস গুলো দিতে হবে এবং ভালো করে কষাতে হবে।

  4. 4

    এরপর ওর মধ্যে নুন, চিনি ও টকদই দিতে হবে এবং একই পদ্ধতিতে কষাতে হবে (এইসময় ওর মধ্যে অল্প কুসুম গরমজল/ মাটন স্টক দিতে হবে)।

  5. 5

    মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে দু কাপের মত উষ্ণ জল/স্টক দিতে হবে।

  6. 6

    এরপর গ্রেভি ঘন হয়ে মাংস সুসিদ্ধ হয়ে গেলে গরমগরম নান /পরোটার সাথে পরিবেশন করতে হবে।

  7. 7

    শাওজি মশালা বানানোর জন্যে প্যানে পরিমাণ মত তেল দিয়ে একেএকে মশালা বানানোর সব উপকরণ হালকা নাড়াচাড়া করে মাঝারি থেকে ধীমে আঁচে ভেজে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  8. 8

    এরপর মশালা সম্পূর্ণ ঠান্ডা হলে পরিমাণগত জল দিয়ে মিক্সিতে মসৃণ করে বেটা নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaya Mukherjee
Jaya Mukherjee @cook_16182991

মন্তব্যগুলি

Similar Recipes