মুতাঞ্জন রাইস

Soma Tina Bhattacharjee
Soma Tina Bhattacharjee @cook_16267761

এটি একটি পাকিস্তানি রাইস রেসিপি । যে দিন আমাদের নিরামিষ থাকে সেদিন এটি বানিয়ে খাওয়া যেতে পারে । খুব এ সুস্বাদু

মুতাঞ্জন রাইস

এটি একটি পাকিস্তানি রাইস রেসিপি । যে দিন আমাদের নিরামিষ থাকে সেদিন এটি বানিয়ে খাওয়া যেতে পারে । খুব এ সুস্বাদু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জনের
  1. ১০০ গ্রাম চাল
  2. ৫/৬ টিআলমন্ড
  3. ২ টি খেজুর
  4. ১/২ কাপচিনি
  5. ১/২ কাপ কমলার রস
  6. ১/২ কাপঘি
  7. ৪/৫ টিএলাচ
  8. ইচ্ছামতখেজুর ,আলমন্ড
  9. পরিমাণ মতো নুন
  10. ৩ রকমখাবার রং

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    জল ফুট তে বসান ।

  2. 2

    তার মধ্যে এলাচ খেজুর ও আলমন্ড দিন ।

  3. 3

    জল ভালো করে ফুটে উঠলে চাল দিয়া সেদ্ধ করুন । চাল যেন পুরো সেদ্ধ না হয় ।

  4. 4

    চাল সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়া ঠান্ডা করে নিন ।

  5. 5

    একটি হাড়ি তে চিনি ও লেবু র রস দিয়ে শিরা বানান।

  6. 6

    শিরা ফুটে উঠলে তার মধ্যে ঘি যোগ করুন।

  7. 7

    এবার তার মধ্যে আস্তে আস্তে চাল মেশাতে থাকুন ।

  8. 8

    নুন ও ড্রাই ফ্রুট দিয়া ভালো করে মিশিয়ে নিন ।

  9. 9

    এবার লাল সবুজ ও হলুদ খাবার রং আলাদা আলাদা করে এক চামচ করে দুধ এ গুলে রাখুন।

  10. 10

    ভাত র তিন দিক এ অল্প অল্প ফাঁকা করে হাত দিয়া রং গুলো ঢেলে দিয়ে হাড়ি র মুখ ভালো করে বন্ধ করে দম দিন ।

  11. 11

    কিছুক্ষন পর গ্যাস বন্ধ করে হাড়ি ভালো করে নাড়িয়া নিন যাতে সব রং র ভাত ভালো করে মিশে যায় ।

  12. 12

    তারপর পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Tina Bhattacharjee
Soma Tina Bhattacharjee @cook_16267761

Similar Recipes