ফিশ রেজালা

PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডা

ফিশ রেজালা

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫
  1. ২ টুকরো মাছ
  2. ১চা চামচ ঘি
  3. পরিমাণমত সাদা তেল
  4. ১ টি কাঁচা লঙ্কা কুঁচি
  5. ২ টি লবঙ্গ
  6. ২ টি এলাচ
  7. ১ টুকরো ছোটো দারুচিনি
  8. ১ টি শুকনো লঙ্কা
  9. স্বাদ মতোনুন
  10. ২টেবিল চামচ টকদই
  11. ১/২ টেবিল চামচ কিশমিশ বাটা
  12. ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  13. ১/২ চা চামচ রসুন বাটা
  14. 1/2 চা চামচ আদা বাটা
  15. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  16. ১ টি ছোটো আকারের পেঁয়াজ কুঁচি
  17. ৮ টি কিশমিশ
  18. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৫
  1. 1

    মাছের টুকরা গুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখুন ।

  2. 2

    কড়াইয়ে পরিমাণমত তেল গরম করে মাছ গুলো দিয়ে ভেজে তুলে নিন ।

  3. 3

    কড়াইতে মাছ ভাজার তেলের সাথে ১ চামচ ঘি দিয়ে মিশিয়ে নিন ।

  4. 4

    এবার তাতে ১ টি শুকনো লঙ্কা ২ টি লবঙ্গ, ২ টি এলাচ এবং ১ টুকরো ছোটো দারুচিনি ফোঁড়ন দিন ।

  5. 5

    সুন্দর গন্ধ বেরোলে ১ চামচ পেঁয়াজ বাটা, ১/২ চামচ রসুন বাটা, ১/২ চামচ আদা বাটা এবং ১ টি কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন ।

  6. 6

    বাটা মশলায় লালচে রং ধরলে ২ চামচ টকদই, ১ চামচ কাজুবাদাম বাটা, ১/২ চামচ কিশমিশ বাটা এবং স্বাদমতো নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিন ।

  7. 7

    মশলা কষে তেল বেরোলে পরিমাণমত জল দিয়ে দিন ।

  8. 8

    জল ফুটে এলে ১ টি ছোটো আকারের পেঁয়াজ কুঁচি এবং ১/২ চামচ গরম মশলা গুড়ো দিয়ে মাঝারি আঁচে কড়াই ঢেকে দিন ।

  9. 9

    কিছুক্ষণ পর যখন কাঁচা পেঁয়াজ কুচি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা মাছের টুকরো গুলো দিয়ে কড়াইটা আবারও ঢেকে দিন ।

  10. 10

    আবার কিছু সময় পর যখন মাছ ও পেঁয়াজ কুঁচি পুরোপুরি সেদ্ধ হয়ে গামাখা হয়ে আসবে তখন ওপর থেকে ৮ টি কিশমিশ ছড়িয়ে দিন ।

  11. 11

    নামিয়ে নিলেই তৈরি ফিশ রেজালা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

মন্তব্যগুলি

Similar Recipes